হঠাৎ ঝরবে বৃষ্টি
---আজগর আলী
রচনাকাল ০২/০১/২০১৮খ্রিঃ


হঠাৎ ঝরবে বৃষ্টি  আমার পৃথিবীতে আবার!
উড়বে প্রাণের মিছিল দীপ্ত কোলাহলে,
উতরোল সময়গুলো হবে নিস্তব্ধ শান্তিময়
নিরাময় মিলবে একদিন আবার সকল দূরারোগ্যব্যাধির
নৈরাশ্যবাদের পথ থেকে সরে এসেছি;
কেবল তোমার ইশারায়।


যদিও অসীম কাঁদাও তুমি আমাকে!
আশার মালা বুনবো ছলছল চোখেরজলে আমার;
ইত্যাকার যন্ত্রণা মুছে যাবে তাতে।


আবার জোয়ার আসবে আমার মরানদীতে!
প্রাণের ঢেউয়ে মাতবে এ নির্জন বন্দর
তুমি নোঙর তুলবে সীমাহীন ভালোবাসার
জন্মান্তরের প্রেম দিবে তুমি একদিন
ভেসে যাবে সকল জমানো জীর্ণতা সেদিন
বিদীর্ণ হৃৎপিণ্ড আমার ঢেকে যাবে তোমার পলিতে।


মরাগাছে ফুল ফোটার ইতিহাস রূপকথা ব্যাতিত-
অন্য কোথাও না থাকলেও;
কেবল তোমার একচিলতে ছোঁয়ায়!
আমার হৃদয়ের আজন্ম খরা দূরিভূত হবেই একদিন
আমি সকল কিছু হারিয়ে সেদিন ;
তোমাতেই খুঁজে নেবো অমোঘ সুখ।



অমিমাংসিত প্রশ্নের উত্তর
-----আজগর আলী
রচনাকাল ০২/০১/২০১৭খ্রিঃ


জীবনের চারিদিকে হাহাকার করে শীতল অন্ধকার,
রাত গভীর হলে বালিশচাপা কষ্টগুলো মৃত মশারির ফাঁক গলে বাহিরের বিশ্বে উঁকি মারে!
শিশুর মত সোল্লাসে কেঁদে উঠে পরানের ভেতরটা
ইতিহাসের বিলুপ্ত কবর ভেদ করে ;
জেগে উঠে ব্যথার গহীন চর।


বিরহী বাতাসদের কলিজা ছুঁয়ে ছুঁয়ে;
নেমে আসে অজানা শিহরণ,
কোমল পানীয়ের বোতলেও চুমুক মারে মৃত্যুর স্বাদ
স্যাঁতস্যাঁতে ভয়গুলো মাথাছাড়া দিয়ে উঠে গোপনে
বিদ্রোহে মেতে উঠে ছিটেফোঁটা সুখগুলোও!
আপোষ মিমাংসার উদ্যেগ;
ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সেই কবে!
অনিশ্চয়তার দোলাচলে দাঁড়িয়ে ;
গুমরে কাঁদে জীবন!
কবে যে একফোঁটা নিশ্চিত সুখের
নিরঙ্কুশ মালিক হবে মন!
আজ এ অমিমাংসিত প্রশ্নের উত্তর জানা
বড্ড প্রয়োজন।