চারিদিকে কেমন নীরব দুর্ভিক্ষ চলছে আজ!
দুবেলা খাবার জোটে না মধ্যবিত্তের;
চিত্তে একসমুদ্র ব্যথা নিয়ে নির্ঘুমরাত কাটে হায়!
ফেটে যায় বুক  মুখ ফোটে না!


তবুও পোশাকে-আশাকে মেকি ঠাট-
বজায় রাখে ফরজ গোসলের মত!
কত হাজার বাসন্তির হাড্ডিসার দেহ আর চাপাকান্না; লুকানো থাকে সাহেবি পোশাকের অন্তরালে!
ছেলেমেয়ে সাবালক!
লজ্জায় হাতপাতাও যায় না সমাজের কাছে!
পাছে বিয়ে ভেঙে যায় প্রাণের সন্তানের।


জীবনের ঘানি টানার দায় এড়ানোও দায়;
হায়! চালের বাজারে সরকারি চালবাজি!
ভোজবাজির মত পিঁয়াজের দাম উঠলো
হিমালয়ের চূড়ায়!


হায় নুর হোসেন! হায় ডাক্তার মিলন!
এমন হাহাকারখচিত গণতন্ত্রের জন্য
জীবন বিলিয়ে দিয়েছিলে তবে!
স্বৈরাচারের বুলেট আর বেয়নেটের ডগায়!


ললাটে কেমন সুখ খচিত থাকলেপরে
গণতন্ত্রের মানসকন্যারা! লখিন্দরের
বাসর রচনা করে স্বৈরলুচ্চার সাথে!
হায় শেখমুজিব! হায় জিয়া!
তবে এমন স্বাধীনতাই এনে দিলে এই ভূখণ্ডে!
দুদণ্ড খাওয়ার সুখ জোটে না এর বাসিন্দাদের!


স্বৈরাচার আর গণতন্ত্রের মানসকন্যাদের! মধুরমিলনে জন্ম নিয়েছে কী আবার;
এ হাইব্রিড স্বাধীনতা!