আরাকানে দেখ আজ
লাশেদের পিরামিড,
হিজাজের শাহেনশাহ
দিয়েছে কি চির নিদ?
দেখি আবরাহা পুতিন
আর চীনাদেরও বাতচিৎ।


আজদাহা ডাকে দ্যাখ
ঘন ঘন গর্জায়,                            
আরবেরা মেতে আছে
ফুলেল ঐ শয্যয়;
মানবতা মরে মরে
নিদারুণ লজ্জায়।


যিশু শিশু তড়পায়
নাফের ঐ কিনারায়,
খেজুরের রসে দেখ
সৌদেরা ভেসে যায়;
মোদেরে গরীব পেয়ে
অযথাই সমঝায়।


বোনেদের ইজ্জতে
হায়েনারা জাপটায়,
ডলারের দামে দেখ
ইজ্জত কেনা হয়;
দিনারের পিলারেতে
ইজ্জত বাঁধা হায়।


গৃহহারা মানুষের
হুতাশন চিত্তে,
মা হারা শিশুদের
কান্না আজ নিত্যে;
সালমান বেসামাল
তরবারী নৃত্যে।


নাফের নদীতে আজ
ইসলাম ডুবে যায়,
কেজি দরে সেরে সেরে
ইসলাম বেচা হয়;
ইসলামী বেনিয়ারা
ইসলাম বেচে খায়!