হাবিয়া দোযখে  কি-
শাস্তি আছে বিশদ জানি না,
শুধু শুনেছি আগুন আগুন
আর আগুনময় যন্ত্রণা,
আগুনের জ্বালানি হবে-
অবলা বনি আদম
অনন্ত কাল ধরে জ্বলবে-
যন্ত্রণা আর যন্ত্রণা নিঃসীম


মাঝে মাঝে খোদাকে
বড় নির্দয় মনে হয়!
মনে হয় এমন আগুনে
কি করে জ্বালাবেন তাঁর সৃষ্টি-
তাঁরই স্নেহ ভালোবাসাময়!
এটা আমার দ্বিধা নয়,
নয়কো সংশয়----
আমারও আছে জাহান্নামের
তীব্র হুতাশন!হোমাগ্নির ভয়।


মাঝে মাঝে এও মনে হয়--
জাহান্নাম সেতো কিছুই না,
জাহান্নামে আর যাই হোক
মায়ের সামনে ধর্ষিত হবে না কন্যা!


মায়ের সামনে  পড়ে  থাকবে না
সন্তানের ছিন্ন ভিন্ন দেহ,
পিপাসায় জাক্কুম মিলিবে তথায়
তৃষ্ণায় মরিবে না কেহ।


যিশু সম মাছুম শিশুরা
আগুনে জ্বলিবে না
মৃত শিশুর অধরে আর
অসহায় মা চুমিবে না


বর্মি হার্মাদের বুলেট বারুদ
তথায় গর্জিবে না
নাফের নদীতে আদম শিশু
আর ডুবিবে না
মানব জ্বলিবে তথায় তীব্র দহনে
মানবতাতো জ্বলিবে না!!