প্রতিদিন  ঝড় আসে আমার জনপদে;  
নৈশব্দের আঘাতে আঘাতে আমাকে নাড়িয়ে দিয়ে যায়,
নিবিড় তাণ্ডবলীলায়  ইতিহাসের
কবাট খুলে চলে যায়!
আমি উৎক্ষেপিত হই ইতিহাসের শানুদেশে,
হারিয়ে যাই স্মৃতির তলদেশে,
যেখানে তুমি ছিলে আমার সারাটি জুড়ে।


প্রতিদিন মেঠোপথধরে বনকলমিপাতার
ফাঁকেফাঁকে ভীরুপায়ে তুমি আসতে আমাদের মিলনমোহনায়,


তোমার আসার পূর্বাভাস দেখতে কেমন আনমনে উদগ্রীব থাকতাম আমি!
হঠাৎ তোমার কোমল হাতের শীতল স্পর্শ আমার চোখদুটি মুদে দিয়ে আমাকে জাগিয়ে দিতো কী মাতাল শিহরণে!


তোমার আসা দেখতে পেতাম না আমি,
আমাকে ফাঁকি দিয়ে চমকে দিতে তুমি প্রতিদিনই!
তোমাকে দেখতে পাবো না জেনেও অদ্ভুত- চমকেযাওয়ার নেশায় কী বুঁদ হয়েই না একই পথের দিকে নিষ্ফলক চেয়ে থাকতাম।


আমি ইতিহাসের পাতা দুমড়ে মুচড়ে বের
হয়ে আসি নাপাওয়ার নির্মম কষাঘাতে!


দুদণ্ড স্মৃতিভোলা সময় কাটাতে দেয় না!আমাকে,
আবার ঝড় আসে!
আলতো করে আমার পাশঘেঁষে চুপটিকরে
বসেথাকা,
তোমার আধশুকানো চুলের মাতাল গন্ধে মেশকে,অাম্বর লোবান  যেন একাকার
আমার তৃষিতপ্রাণে সচকিত শিহরণ।


বেশ কিছুক্ষণ আমি কথা বলতে পারতাম না,
চেয়েচেয়ে দেখতাম তোমাকে--
তোমার সুউচ্চ হলুদাভ গ্রীবাদেশে ফুটেথাকা জরুল! তিলটি দেখে আমার ভীষণ ঈর্ষা হতো,
ইশ আমি যদি এ জরুল হতাম!


মাংসের কবাট খুলে শ্বেতপাথর ভেদকরা তোমার হাসির ঝর্ণাধারার পতনধ্বনি আমাদের নীরবতায় ছেদ টানতো।


আবারও ইতিহাস থেকে পালানোর বৃথা
চেষ্টা, পারি না আমি
ঝড় আসে
আবার উড়িয়ে নিয়ে যায় তোমার কাছে।


তোমার বিম্বাধরের মিহিন কারুকাজ লিও দ্য ভিঞ্চির ভূবনখ্যাত শিল্পকর্ম,
প্রতিদিন আমি এঁকে নিতাম নতুন করে
নতুন মাত্রায়, হৃদয়ের ক্যানভাসে।


হৈমন্তিরোদে চিকচিক তোমার নিটোল
মুখশ্রীতে বিশ্বকর্মার সেঁটে দেওয়া ক্লিওপেট্রা
নাকের পেলব ডগায় জমেথাকা ঘাম যেন সবুজ দূর্বায় তাজা শিশিরবিন্দু, মুক্তোর ঝলকানি।


ক্লান্তি ভর করে, থামতে চাই, পারি না আমি
ঝড় আসে!
দক্ষিণা সমীরণ তোমার আনিতম্ব কালোকেশদাম নিয়ে খেলাকরে,
আবারও আমি ঈর্ষায় ফেটেপড়ি,
এবার কিছুটা সাম্রাজ্যবাদী হয়ে উঠি;
সরেজমিনে অধিকারে  নিই তোমার চুলের
পৃথিবী
বাতাস আমায় অাজও অভিশাপ দেয়।


সামনে বিপদ; আমি ফিরে ফিরে আসি
বেশি দূর চলতে পারি না
ঝড় আসে
এবার আমাকে বেঁধে ফেলে স্মৃতিগুল্মের জটিল লতায়,
ছটফট করি, বের হতে পারি না,
কী নিবিড় বন্ধন ছিঁড়তেও পারি নাহ
স্মৃতির কোলে ঢলে পড়ি চৈতন্যহারা আমি
এখনও ঝড় আসে!
আমি টের পাই না?