-------------


     আমি নই বিদ্রোহী নজরুল
           কবিতা লিখি না!
  কবিতা লিখার নিয়ম জানি না
            নিয়ম মানি না!
       আমি উন্মাদ ভিমরুল


     আমি স্বলাজ হই নিলাজ
    অত্যাচারীর মগজে মস্তকে
       ফোটাই নির্মম হুল!!!


     আমি স্থির সাজি অস্থির
    ধর্ষক-জালিমের আস্তানায়;
        ছুড়ি বিষমাখা তীর  
  আমি ধীর অধীর হয়ে থাকি
      কবে ডাক পড়ে যুদ্ধের!


     আমি অর্জুন আমি ভীম
       আমার শক্তি নিঃসীম(!)
  আমি পঞ্চপাণ্ডব ছাড়িয়া তাণ্ডব
   করি প্রলয় নৃত্য আমি নিত্য মাতাল
             আকাশ পাতাল
     মুখরিত করি; হয়ে উন্মাতাল


         আমি দূর্গতি আমি দূর্গা
      আমি সাদার কোলে শুভ্রা
    আমি চৈতালী বৈতালী মিতালী
      আমি বিমর্ষ আমি রণচণ্ডী
      আমি কর্কশ-সবাক কাক
          আমি সুন্দরি শিখণ্ডি


     আমি পদ্ম আমি কোমল কমল
         আমি কৃষ্ণ আমি কালি
         আমি মরুঝড় সাইমুম
  অশান্তি! অশান্ত ধূলি আর বালি  


   আমি মসজিদ আমি মন্দির
                আমি মঠ
    আমি প্যাগোডা-ঈসাই দেওল
            আমি পিরামিড


       আমি দরবেশ আমি সাধু,
      আমি বৈরাগী সন্ন্যাসী-
      হাতে আসা হাতে ত্রিশুল
         আমি তল্লাশি তল্লাশি
          নাশি মাস্তান-সন্ত্রাসী


      আমি খালিদ আমি হামজা
          আমি ঝড় আমি ঝঞ্ঝা
     ওরে নয়া সিমার ওরে নয়া হিন্দা
        তোদের ছাড়িব না জিন্দা


         আমি ঋষি মুনিঋষি    
আমি দীপ্ত শপথে শপথে হেটে চলি  
      পদভারে পদভারে শত্রুশ্বাপদ;
           ওরা হয় যে উন্নাসী


     আমি একিলিস আমি তিসিপ্রাস
    আমি ভালোবাসা; মাউন্ট অলিম্পাস
      আমি মায়াজাল আমি মহাকাল
        আমি ডাকাত ডাকিনী উত্তাল


      আমি আগ্নেয়গীরি আমি লাভা
  আমি মরুর বুকে ফুটন্ত ফুলের শোভা
  আমি অগ্নুৎপাত আমি দুর্গম গীরিপথ
     আমি ভুবুক্ষু কাবিলার অগ্নিশপথ


      আমি আফ্রোদিতির হেফাস্টাস
         দেবী হেরার সেরা উপহার-
     আমি সমুদ্র দানব তিমি অক্টোপাস
      আমি মহাবীর আলেকজান্ডার-


          আমি দ্রোপদীর বস্ত্র
         নিঃসীম,অসহায় নিরস্ত্র
      আমি বিধর্মী শশী কমলা
       আমি নারী পুরুষ অবলা
      আমি বিশ্বাসী ধর্ম নানা ধর্ম!
   ধর্মের বর্ম হাতে রুধি সকল অধর্ম


     আমি অজেয় অপরাজেয়
    আমি পথিক আমি পাথেয়
আমি ভূখা কৃষাণ জলন্ত শ্মশান
   তাম্রলিপিতে রচি তাম্রশাসন
  ধুম্র ছড়াই অবিরত খুঁজি অগ্নিজল
         আমি বক্র আমি বঙ্কিম
   আমি উড়ন্ত বলাকা নিশানা রক্তিম


       আমি ক্ষুধার্ত ক্ষুদিরাম
        আমি নিরীহ নিধিরাম
    আমি সূর্যসেন আমি প্রীতিলতা
  আমি বাঘা যতীন দ্রোহের কথকতা


     আমি সুকান্ত সুশীল; নির্লিপ্ত
          স্বর্গ থেকে নিক্ষিপ্ত
      আমি অভিশাপ অভিশপ্ত
      যুদ্ধ করি; যুদ্ধ করি নি রপ্ত


    আমি রাঙা ছোরা নাঙা শমশির
   জল-ডাঙায় লাফাই উঁচু করি শির
       আমি আলী নয়কো খালী
    আমি ওমর কী আমার গোমর!


                তীর বল্লম টেঁটা
  প্রোটন নিউট্রন; হাইড্রোজেন বোমা
             করি না কারুরে ক্ষমা
           অত্যাচারীর স্বর্গলোকে
                 রচনা করি কবর।


        আমি বেদুঈন আমি আরব
         আমি হাবসি আমি গোলাম
   আমি দাস ডাক উঠে চলে নীলাম


     আমি সভ্যতা আমি অসভ্য
     আমি বঞ্চনা আমি একলব্য
        আমি রাবণ আমি সীতা
      আমার অন্দরে জ্বলে চিতা


        আমি সিঁধু আমি কানু
     আমি রবীন্দ্রের মত ভানু
   আমি পুজারী হলাম শ্যামের
     আমি কাব্য লিখি প্রেমের
    ধনুকের ছিলায় মারি টান
   শোষকের মস্তক করি ছিন্ন-ভিন্ন
     জালিম শাহীর অন্তরাত্মা
            করি দীর্ণ -বিদীর্ণ


        আমি মুনি আমি গুণী
        জালিমের তালিম দিতে
         প্রয়োজনে সাজি খুনী।


        আমি কাটাপ্পা আমি ডন-
     আমি সিহং আমি বাহুবলি,
      আমার মুষ্টি খোদার সৃষ্টি;
         কয়েক হাজার শত টন,
      আমি ছুঁ মেরে'ই মাথায় তুলি।
        শয়তানের মাথার খুলি;
                চিবিয়ে খাই
    সাজি হাভাতে ক্ষুধিত পাষাণ।


       আমি দূর্যোগ আমি মহামারি
          আমি ধরি না ধরি না ধরি
              ধরলে তবে ছাড়ি না
           যত কান্না যত আহাজারি
     রোনাজারি রোনাজারি রোনাজারি-----


         আকাশ বাতাস মহাকাশ
           মহাভারী করি চলি
      পরাবিক্রমে আমি ছুটে চলি
    পালায় যত পাপিষ্ঠ আর অত্যাচারী