আমার পৃথিবী ভাসে সর্বনাশের বুকে
তোমার অরণ্যে হাসে সম্ভাবনার ঘাসফুল
আমার জাহাজের মাস্তুল ভেঙে খানখান
তোমার সাম্পান ছুঁয়েছে বন্দর ঘাটকূল


আমার দুচোখে বহে শূন্যে ভরা নদি  
তোমাকে ঘিরে থাকে সমৃদ্ধির বিস্তার পরিধি
তোমার জন্য আমার আজন্মের হাহাকার
তুমি বলছো সবিস্ময়ে কে কার কে আমার