নারীর চক্রান্ত ভারী


নারী তোমাদের চক্রান্ত ভারী
বলেছেন খোদ খোদা মহিয়ান
চক্রান্তের জালে ফেলে কাবু কর কত গুণীজন


তোমাদেরই প্ররোচনায়!


দালানের ছাদ হতে
বৃদ্ধাশ্রমে
রেলের স্টেশনে------


গর্ভধারিণীকেও ছুড়ে ফেলে আদরের সোনাবাছাধন
ওহে---
কোন সে বুনটে গড়েছেন বিধাতা তোমাদের মন
আদম হাওয়ার ইতিহাস জেনেছে পৃথিবী
এবার তোমাদের মনের গড়ন জানা খুবই প্রয়োজন---


               ওরা কারা?


ঘুনপোকায় খেয়ে ফেলেছে
আমাদের প্রতিটি পিলার;স্তম্ভ
কিমা বানিয়ে হজম করে দিয়েছে প্রতিটি অঙ্গ; প্রত্যঙ্গ
চারদিকে রাজ করছে
সকরুণ শূন্যতা; নিদারুণ হাহাকার
স্বদেশী শকুনের নখরে ক্ষত-বিক্ষত;
স্বদেশের মাংসল শরীর!


হতভম্ব মা কেঁদেকেঁদে শুকিয়েছে
কয়েক সাগর নয়নাশ্রু
দেখবার কেউ আছে বলেতো মনে হয় না আর
তবুও ওরা কারা ???
দেয়ালে দেয়ালে সেঁটে দেয় বিবেকবর্জিতসব স্লোগান
আকাশে-বাতাসে রঙীন ফানুসে মুখরিত করে;
করছে এ কীসের বিজয় উদযাপন!


        অঘোষিত শ্মশান


লাশের মিছিলে মিছিলে ছেয়ে গেছে স্বদেশের বুক
ধর্ষিতার আর্তচিৎকারধ্বনিতে বদসুরত
হয়ে গেছে জননীর মুখ
কোথাও কোনো প্রতিবাদ তৈরি হয় না
কিঞ্চিৎ স্পন্দনও শোনা যায় না সজীব প্রাণের


নাম না জানা ভাইরাসের প্রকোপে
পচে গলে গেছে সমাজের বিবেক
কবরের নীরবতায় শুধুই ডাকে হুতুম পেঁচা
ছাপ্পান হাজার বর্গমাইল যেন একটি অঘোষিত শ্মশান


         শুয়ে আছে স্বাধীনতা


দ্যাখো কেমন শান্তিতে শুয়ে আছে
আমাদের স্বাধীনতা
বেঘোরে ঘুমুচ্ছে দ্যাখো লালসবুজের পতাকা
শুয়ে আছে ত্রিশলক্ষ শহীদের ভগিনী
দ্যাখো শুয়ে আছে জাহানারা ইমাম;
আমাদের শহীদ জননী


বঙ্গবন্ধু শুয়ে আছে
শুয়ে আছে সাতই মার্চ আর আগুনঝরা ভাষণ
দ্যাখো লাল হয়ে জ্বলছে কেমন শহীদ জিয়ার কাফন


শুয়ে আছে একলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তুর বর্গ কিলোমিটার
শুয়ে আছে গোটা মানচিত্র
শুয়ে আছে নমাসে শেষ হয়ে যাওয়া তুমুল
মুক্তিযুদ্ধ


শুনতে কী পাওনা বিয়াল্লিশটি বিজয়দিবস
উল্লাস করছে কেমন
প্রমিত বাংলা উচ্চারণে উচ্চারণে
আওয়াজ তুলছে; নিরেট! বিশুদ্ধ!