কাক কাব্য
২২-০৭-২০১৭ খ্রীঃ
-------আজগর আলী


কাক তুমি কালো বলে'ই কি কেউ বাসে না তোমায় ভালো?
নাহ, তুমি দেখতে কুৎসিত অতি এটাই ঠিক হ্যাঁ
তুমিতো দেখেছো কোকিলের বর্ণও তীব্র কালো।


কাক তুমি সবাক পক্ষী ডাকো কা কা কা
তীব্র কর্কশ ঝাঁঝালো তোমার ডাক তোমার রা---


তুমি কী হতভাগা দুর্ভাগা তোমার পাখা আছে
কেউ তোমায় ডাকে না তবুও পাখি
হে কাক তুমি মোর ভালোবাসার স্মারক! শান্তি বাহক!
কেউ কয় নাতো ডাকিডাকি--


কবিতা রচে না তোমায় নিয়ে কোনো স্বভাবকবি
জয়নুল এঁকেছিলো মনন্তরে আর কেউ আঁকে না তোমার ছবি----


কিন্তু হে কাক তুমি দ্যাখো
এবারতো অভিমানখানা রাখো


আমি এসেছি শব্দবুননে তোমার আননে এঁকে দিব রাজটিকা।
যেমন করে তুমি বুনে দাও কৃষ্ণকোমল বোকা কোকিলের বাস খোঁজ না কোনো মওকা---


আজ তোমার নামের যত ঝঞ্জাল আমি সরাবো
যেমনি করে তুমি সরাও শহুরে আবর্জনা,
তোমার নামে গান হবে পাবে সুর তাল লয়!
হয়তো গাহিবে না সে গান সুরেসুরে অঞ্জনা-নিলাঞ্জনা।


কাক তুমি দ্যাখো
যে আমরা তোমায় ঘৃণাভরে দেখি দূরে ঠেলে রাখি
সে আমরা তোমার নামেতে স্নিগ্ধ ভোরেরে ক্যামনে ডাকি
!!!
আমার এ পদ্য জনেজনে ক্ষণেক্ষণে ধ্বনিবে এমন নয়তো!
আজ হতে কিছুলোক তোমার পানে অতটা ঘৃণাভরে তাকাবে না হয়তো---


আমার এ পদ্য কাব্য স্বীকৃতি পাবে না কোনোক্রমে
তবুও তোমারে নিয়ে নাক সিটকানো যেনো কিছুটা  কমে


হে কাক তুমি পুলকিত হও
তোমার স্বভাবের কত নরনারী আছে এ ধরায়
তাদের জীবনেও বসন্ত আসে না জীবন কাটে যে দুর্বিসহ খরায়


নিজেরে সঁপিয়া গড়ে চলে অবিরত পরেরে সাজায়
অন্যের জীবনের জঞ্জাল সরায় নিজেরে রাখিয়া ঝঞ্জায়।