১) খোকা ও নদী
আজগর আলী


আচ্ছা নদী বইছো কেন
কলকল কল জলে
নায়ের বাদাম তোমার কানে
পতপত কী বলে


উদর জুড়ে মাছের মিছিল
কিলবিল কিল করে
বলোতো শুনি এমনধারা
সইছো কেমন করে


আচ্ছা নদী যদি তুমি
হতে ভোরের পাখি
তুলতে বুঝি রোজ সকালে
আমায় তুমি ডাকি


আচ্ছা নদী যদি তুমি
হতে আমার দিদি
উজাড় করে দিতে বুঝি
তোমার সকল নিধি


কিংবা যদি হতে নদী
আমার খেলার সাথী
কাটিয়ে দিতে আমার সাথেই
সকাল দুপুর রাতি


আচ্ছা শুনি পেটে তোমার
কত হাজার জল
তোমার গায়ে আছে বুঝি
দৈত্য দেওয়ের বল


কুল বধুয়ার ঘর খেয়েছো
পাড়ার লোকে বলে
যাওনা বলে আসল কথা
কূল ধোয়ানোর ছলে



২) জোনাক ও খুকি


আজগর  আলী


জোনাক ভায়া যাচ্ছো কোথায়
ফুলপরীদের গাঁয়ে?
গায়ে তোমার আগুন জামা
আলোর নূপুর পায়ে!


সঙ্গে তোমার কোন সে সাথী
ঝিঝি পোকার দল?
আমায় তুমি সঙ্গে নেবে
দেবো আঙুর ফল---


জবা ফুলের মধু দেবো
কদম ফুলের পাপড়ি
হাসনাহেনার সুঘ্রাণ নেবে
মাথায় বেলীর পাগড়ি!


আমার মাথার তুলি নেবে
পরবে তোমার চুলে
মুখ দেখানোর আয়না দেবো
দেখবে পরান খুলে----


জোনাক ভায়া মুখ খোলোনা
খেতে মুড়ি মুড়কি
যাচ্ছো কোথায় আমিও যাবো
দিলাম ঘরে খিড়কি---