স্রোতস্বীনি নদীকে থামিয়ে দিতে পারে কী আবর্জনার পাহাড়!
নাগরিক জঞ্জাল সামাজিক কলহে থেমে থাকে কী জীবন!
তাহলে! জীবনের প্রতিচ্ছবি ;কবিতা থামবে কেন জীবনের কষাঘাতে?
নিস্তরঙ্গ সময়ের ঘেরাটোপে কেন বন্দী হবে
কবিতার পদাবলী?
কেনইবা থমকে যাবে কবির কলম?


জীবন সমুদ্রের উত্তাল সফেন;
আঘাত হানুক জীবনের পথে পথে,
জীবন বেঁচে থাকুক না হয় কোনোমতে।
স্রোতস্বীনি নদীর মত একপাড় ভেঙে আরেক পাড়;
গড়ে উঠুক একফালি বেলোয়ারি স্বপ্ন!


জীবনের খরস্রোতে;
দুস্বপ্নের পাহাড় ভেঙেভেঙে না হয় আরেক পাড়ে ;
জেগে উঠুক এক চিলতে অসুখ!
তবুও জীবন আটকে থাকুক জীবনের লতায়,
কবিরা নিরবচ্ছিন্ন জীবন বুনুক কলমের ডগায়;
খড়কুটোয় লেগে থাকুক কবির জীবন।