মহাসত্য


হ্যাঁ
আজ আমি আর কাঁদবো না সব হারানোর ক্ষুদ্রতম দুঃখে
শোনাবো না বিষাদের সুরমাখা কোনো গান
বলবো তোমাদের কানেকানে
একটি লাখো সত্যের ইতিবৃত্ত যেমন দীর্ঘ হয়
তারচেও মহাসত্য একটি নাম
লাখোকোটি ভ্রুণ ডিঙিয়ে আলোর মুখ দেখা
একটি জন্মের পর "মৃত্যু"ই তার
পরম সত্য ঠিকানা মিছে বাকী ধরাধাম----



মানুষ ভবিষ্যৎ জানে না
কিন্তু মৃত্যুর আগেআগে ঠিক কইতে পারে!


আমিওকি তাহলে পাইতে পারি
কবরের অগ্রীম সুঘ্রাণ-----
কইতে পারবো মৃত্যুর আগাম খবর ------



চলো পশু হয়ে যাই


হঠাৎ গতকাল মাঝরাতে চিৎকার করে
বললো আমার আধমরা বিবেক
বললো ঘুমিয়ে আছে গোটা পৃথিবী
রাতের ভেজাচোখগুলোও জলে আধবোজা


রাতকে ফাঁকি দিয়ে
চলো এ সুযোগে আমরা জলজ্যান্ত পশু হয়ে যাই
আমিও ভাবলাম ঠিক ; তাইতো!
আর যাই হোক
পশুরাতো নিজেদের শাবক খায় না।



অন্যকিছু


বরং আমাদের পাওনা ছিলো স্বয়ং কয়েকযুগ প্রাগৈতিহাস
অথচ আমরা পেয়েছি রাশিরাশি প্রযুক্তি


আমাদের হওয়ার কথা ছিলো অন্যকিছু আজ---
অথচ কি আশ্চর্য আমরা হয়েছি নাকি
সৃষ্টির সেরা মানুষ!