নিরুত্তাপ সময়ের ঘেরাটোপে ;
কেমন জমে যাচ্ছি বরফের স্তুপের মতোন!
জীবনের পাহাড়কে বয়ে চলছি নিজের অনিচ্ছায়!


দূরের ল্যাম্পপোস্টে জ্বলন্ত বাতির আবছায়া আলো;
একটু শান্তনার উত্তাপ ধার করে কোনোমতে জেগেথাকা!


আমিতো আর চাঁদ নই,
সূর্যের প্রতিফতিল আলোয় নিজেকে বাঁচাই!


আকণ্ঠ হিম আর অন্ধকারে আমি তলিয়ে যাচ্ছি অজানায়,
তুমি আরেকবার জ্বালিয়ে দাও তোমার দৃষ্টির হোমানল,
আলোর প্রয়োজন ফুরিয়ে গেছে আমার জীবনে
শেষবারের মত না হয় একটু কষ্টই পোহাবো আমি!  
দেখি কত দিন বেঁচে থাকা যায়।