লাশেদের প্রতিবেশী!


সাহসের পাণ্ডুলিপি জমা রেখে মৃত্যুর কুপে
প্রদীপ জ্বেলেছে কারা হতাশার বুকে
যাদের কণ্ঠে শোনা যেতো
বিশ্বজয়ের স্লোগান
একেকটি বজ্রমুষ্টি মনে হতো
তরতাজা মেশিনগান
কী এমন গভীর অসুখে
তারাই বনে গেলো জলজ্যান্ত লাশেদের প্রতিবেশী!


একটি প্রভাতে


এইসব উন্মাদ দিনে
উত্তাল বোশেখেরা তুমল করতালি হাতে জ্বলে
চেনাসব পথজুড়ে বিছিয়ে পড়ে ধূলোর কার্পেট
ঘন কার্পাসের বনে লাগে উৎসবের মহাধুম
নির্ঘুম হিজলের গাছে দোলে অজানার গান-কলতান
আকাশের গায়ে ফোটে একঝাঁক মেঘফুল শোভা
দুর্গম পিছ-বারান্দার---
পুরোনো ব্যথাগুলোও মুছে যায় বজ্রের ঘাতে
কয়েকশো ভয়াল রাতের ইতিহাস শেষ হয়ে যায়
কেবল একটি প্রভাতে