ঐ কোথা খোদায়ী লস্কর আজ?
ভয়ঙ্কর খেল চলে ধরামাঝ!
বিনিদ্র রজনীতে হৃদয়ে তপ্ত-
রক্তনদ ঢেউ খেলে আজ,
আজ কই খোদায়ী তাজ-
পরে করে না কায়েম কেন??
রাজাধিরাজ ঐ খোদারি রাজ।


কই রাজাধিরাজ খোদা কই??
আমি তুচ্ছ,
গুচ্ছ গুচ্ছ বিশ্বাস মম নিঃস্ব হচ্ছে,
হচ্ছি বেদ্বীন মুনাফিক কুফর সম
তমিস্রার তমশায় আচ্ছন্ন বিপন্ন দিল,
খিল লেগেছে কি তোমার নুরের দরজায়!
আশেকি ইয়া রব তোমায় ভালোবাসি,
বিশ্বাসী দিল নিয়ে বিশ্ব নিখিল ছাড়িতে চাই।
মুছার মত আজ করো মোরে-
করো অঙ্গার, কর ছাই
অপার অনলে আমি জ্বলিলেও
ইয়া জলিল তোমারে দেখিয়া আজ
মরিতে চাই।


তোমারে দেখিতে চাই এই লোকালয়ে
যেখানে ভবে মানুষ ভাবে তুমি নাই।
হায় হায় হায় মানুষের দেখি ঈমান নাই!
সংশয়ে জ্বলন্ত দিলে কি দিলে বলো
মিলে প্রশান্তি!
অশান্তি নাশিবে কোন কালে?ভালে-
আছে কি ইয়া আশেকি তোমার করুনাবারি!
বারিত করিবে কি মোর উচাটনখানি!
রব্বানি ইয়া রব্বানি সৃজিয়াছ মোরে
খাক হতে এই আমি জানি।


মাটিতে মিশিবো শেষে ইয়া পরোয়ারে পাক,
নাপাক দিলে তোমারে ডাকিলে জানি
বিপাকে পড় তুমি! আস না দেখা দিতে,
আমি কল্পনায় তব আরশ চুমি,
মরুভূমিতে নবীরে চুমিতে জিব্রাইলে
পাঠাইলে, হাবিবে তোমার আল্লাহ
তুমি জাল্লে শানু ইয়া জাল্লাহ,
রফরফে চড়িয়া নবী তোমার দিদারেতে
আরশেতে তুমি, বড্ড খুশি---
তোমার হাবিবের দিল দিলে চুমি।
তোমার তাজাল্লিতে আলোকিত মক্কা-
ঐ মদিনা হেজাজের পথে পথে,
তুমি নেমে এলে দেখালে তোমারে তুমি
সিদ্দিকে আজম সাহাবায়ে কিরাম
তোমারে দেখিল।


আজ তোমারে দেখিতে ফের
আমি হার ওয়াক্ত মাঙ্গি মসল্লাতে
জিল্লাতি আর নাহি নিতে পারি খোদা
শুন মোর ইরাদাখানি---
আজ ঐ আরাকানে যদি তোমারে না দেখি
খোদা দেখিতে পারিবো কি মক্কাতে!
মিল্লাতে ইব্রাহীম আজ ডুবে, ডুবে নাফেতে
বান্দায়ে খোদা উম্মাতে হাবিবি তব
নিমজ্জিত মছিবতে।


ইয়া গাফুর ইয়া গাফুর কত আর করি সবুর!
তুমি রাখো কি খবর? কত কবর? গণকবর
হয় রচিত, খচিত হয় আবেদের দিলে
ধ্বংসলীলা, তোমার খেলা আজ যাচিত।
নমরুদে ফিরাউনে নাশিলে তুমি
ইব্রাহিম মুছা ভালোবাসিতে,
রহিম রাহমান নাম কি তব আজ ভুলে-
গেলে খোদা, দিলে কি জাগে না মায়া?
ভালোবাসিতে মোদেরে, আর নাশিতে ঐসব বদ?
বধ করো না কেন ঐ সুচিতে??
ইয়া কাহ্হার কাহ্হার কাহ্হার
দেখাও তব কাহ্হারি ঐ পূব ধরাতে।
তরাতে আজ বান্দা ও আবেদ যত,
আশেক তোমারে বলি হে মাশুক
তুমি না আসো তোমার করুনা আসুক।