মাটির দরোজা খুলে দাও মাগো
সত্যের কবর রচনা করে এসেছি
এবার ঘুমাবো গভীর ঘুমে
সবুজের অন্ত্যষ্টি সেরে এসেছি রাজ সভায়
ছলনায় জোনাকির মিছিলে আগুন ঢেলে দিয়েছি
এবার মাটির দরোজা খুলে দাও মাগো
ঘুমাবো গভীর ঘুমে


প্রতিবাদী চেতনাকে ডোমের ঘরে
ঢুকিয়ে পালিয়ে এসেছি গোপনে
জীবনের বাগানে অগণন পঙ্গপাল
ছেড়ে এসেছি সযতনে
মাটির দরোজা খুলে দাও মাগো
ঘুমাবো গভীর ঘুমে


অশ্লীলতার বীজ পুঁতে এসেছি
শিশু কিশোরের মেলায়
হতাশা আর নৈরাশ্যের বাজারজাত
করে এসেছি কবিদের সভায়
শতভাগ কবিতা এখন খোজাদের দখলে
মাটির দরোজা খুলে দাও মাগো
ঘুমাবো গভীর ঘুমে


বিবেকের পচা গন্ধ ছড়িয়ে দিয়েছি
পৃথিবীর পুরো স্থলভাগ জলভাগে
ধর্মের মালিকানা দেখে এসেছি
মোল্লা পুরুতের কব্জায়
স্রষ্টার ঠিকানাও ফিক্স হয়ে গেছে
মন্দির মসজিদ গীর্জায়
মাটির দরোজা খুলে দাও মাগো
এবার ঘুমাবো গভীর ঘুমে


নজরুল, সুকান্ত, পাবোলোর কবিতা
এখন মাদাম তুসোর এ্যালবামে
ভেবো না মাগো বিদ্রোহ হবে না এখানে
আর নতুন কোনো নামে
মাটির দরোজা খুলে দাও মাগো
এবার ঘুমাবো গভীর ঘুমে


সাম্রাজ্যবাদের সাথে আঁতাত করে
এসেছি গোপনে
নিশ্চিন্ত থাকো মাগো পৃথিবী জড়াবে না
আর নতুন কোনো গ্যাঞ্জামে
মাটির দরোজা খুলে দাও মাগো
এবার ঘুমাবো ঘুমাবো গভীর ঘুমে


ষড়যন্ত্রের জাল বুনে এসেছি প্রতিটি
প্রসূতির ঘরে
তুমিই বলো মাগো
নতুন কোনো বিপ্লবীর জন্ম হবে আর কী করে!


আর কোনো ভাষণ হবে না রেসকোর্স
কিংবা লালদীঘির ময়দানে
নিশ্চিত থাকো
টিএসসির চত্বর জমবে না আর স্লোগানে স্লোগানে
মাটির দরোজা খুলে দাও মাগো
এবার ঘুমাবো ঘুমাবো গভীর ঘুমে।