কখখক- কখখক,গঘঘ-গঘঘ


মহাকবি মাইকেল, হে পেনপোয়েম
তব জন্ম যশোরের , সাগরদাঁড়িতে
বসিয়াছি এই আমি, তোমারে স্মরিতে
যৌবনে ত্যাজিলে দ্যাশ, করি সংগ্রাম,
কামাইতে বিশ্বে বুঝি, কতো নাম ধাম
বিনিময়ে অভাবেরে, নিয়েছো গলেতে
জমিয়ে বিষাদ নিলে, তোমার থলেতে
ক্যাপটিভ লেডিতেই, যা কিঞ্চিৎ নাম।


ঘোর কেটে একদা যে, এলো তবে ভোর
মনের কোণে উথালে, স্মৃতিময় নদ
হৃদয়ে যে বয়ে গেলো, ভালোবাসা হ্রদ,
ভালো লাগে না যে আর, ভার্সেই নগর
হৃদয় দিয়ে আঁকিলে , কপোতাক্ষ নদ
মহাকবি হ'লে লিখে, মেঘনাদবধ।