এসো হে দূর্গা হে দুর্গতিনাশিনী!
অপঘাতে কাঁদিয়া মরে আজ এই জগৎ জননী
অভিমানি মায়ের বৃথা ক্রন্দন ধ্বনি শুনি,
আসে না কোন সুপুরুষ আর
আসে না তরাবারে কোন সাধু সন্ন্যাসী আর মুনি।


সেজে আছে ঐসব নপুংসক জালিম রাজেরা
কত জ্ঞানী আর মহা গুণী!
বৃথা পৌরষ ফলাবার তরে মারে
আমার মায়েরে আমিতো জানি,
আমি হার সনে ওহে দেবী তোমার
আসার প্রমাদ গুনি,
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু
সুমেরু কুমেরু কি তপ্ত সাহারা মরু
খুঁজে ফিরি আমি, এসব জালিম রাজের-
যমদূত এক দুর্বিনীত মহা ত্রাস এক মহাখুনী।


তোমারি আবাহন ক্ষণ এই পিতৃপক্ষে জানাই নিবেদন:-
ওহে দেবী এসো এই লয়ে এই শুভক্ষণ মহালয়ায়--
ধ্বংস ধ্বংস চাই বিধ্বংসী রূপে এসো মহা-মায়ায়
এসে বর দাও আজ সব দুর্বল সন্তানেরে!
প্রবল বেগে হাঁকিবারে বল দাও-
নাশিবারে যত জালিম পাপাত্মা পাপিষ্ট আছে ধরায়।


তুমি আসো প্রতি সনে সনে জানি
কেনো নাশো না তবে জগৎ জননীর দুর্গতি খানি
তাহলে, তুমিও কি তাদের দলে তলে তলে---
মুচকি হাসো দেখে আমার মায়ের অশ্রুর ঝলসানি!