কখখক- কখখক, গঘঘ- গখগ
রচনাকাল ০৫-১০-২০১৭খ্রীঃ


মরুঝড় সাইমুম, উথাল পাতাল
এ বেলা অবেলা হায়, বইছে কেমন!
নীড়ভাঙা পাখিদের, ডানারা যেমন,
বালুর পাহাড় উড়ে, কত সুবিশাল।
চারিদিকেই গর্জন, এ কোন মাতাল;
সমীরণে বাজে বলো, এই কোন গান?
তানপুরা বাজে নাতো, বাজে কোন তান
এ কোন আদেশ বিধি, করেছে বহাল!


মহা শ্রান্ত ক্লান্ত আমি, এক মুসাফির
চলছি অচিন রথে, চিনিনাকো পথ
ছাড়বো না হাল কভু, করেছি শপথ
ভেঙে যাক জীবনের, সব কটি তীর
হেঁটে যাবো মরুপথে, তবু আমরণ
বুক ফেটে হয়ে যাক, না হয় চৌচির।