একবার চীনের দেয়াল ভেঙ্গে গেছে
আমাদের শব্দের তুমুল নিঃশ্বাসে
হরেক রকম শব্দের গাঁথুনিতে কালোত্তীর্ণ কবিতা লেখা হয় ডিজিটাল ফরমায়েশে


বিশ্বাস করুন এখানে আপনি মনের মতন
সব কবিতা ভাড়া পাবেন
মাস বছর এমনকি এক দিনের জন্যেও
আমাদের কবিতাগুলো
আপনার টাইম লাইনে টাঙাতে পারবেন
অনায়াসে
আপনার মেয়ের বিয়ে
ছেলের চাকরী
হচ্ছে না!
ব্যাপারই না
আমাদের কবিতালয়ে চলে আসুন
এমনসব কবিতা লিখে দেবোনা
আপনার মেয়ের মায়েরও বিয়ে হয়ে যাবে
চাকরী!  টাটা কোম্পানীর বস এসে
ঠিক বসে থাকবে আপনার ছেলের দুয়ারে


প্রেমে ব্যর্থ
সংসারে অশান্তি
নির্বাচনে বিজয়লাভ!
অবাধ্য সরকারকে বশে আনা
কিংবা ভাবছেন
বসেবসে বাকীটা জীবন কাটিয়ে দিবেন
নির্মল শান্তিতে
তাও চলে আসুন
আমাদের কবিতার মাজারে
হাজারে হাজারে কবিতা সাজিয়ে রেখেছি
সবচে দামি এখনকার বাজারে


খাউজানি
চুলকানি
বিচি
খোস-পাঁচড়া
দাউদ
একজিমা
একদমই হাওয়া হয়ে যাবে আমাদের
কবিতার প্রলেপে


ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে গেছেন!
বিলাপ করে আর কাঁদতে হবে না নিশিথের
বালিশ ভিজিয়ে
শোক তাপ বিলাপ ভুলে
মাতুননা এবার আমাদের কবিতা কাব্যের আলাপে


ওও----


সংলাপ চাই সংলাপ
একদমই ভাববেন না
হরতাল অবরোধ কিচ্ছুটি লাগবে না
আসুননা আমাদের নিকট
দেখুননা বাজিমাত হবে
আমাদের কার্যকলাপে
আমাদের কবিতায়
বাঘে মহিষে জল খায় একঘাটে
সংলাপে বসবে না আবার সরকার!
বসবেতো বসবে সরকারের বাপেও
আসবে একলাফে


বুঝতেইতো পারছেন
আমাদের কবিতার কীসব বাহার
এসব রচনা করেছি
ছেড়ে অর্থ-বিত্ত আর পানাহার


সকল মুসকিলে আসান করার মানসে
আপনাদের এটুকুন কাজে আসবো বলেইতো
বুনেছি এসব ভাড়াটে শব্দের জাল
গড়েছি ফরমায়েশি কবিতার সংসার