---আজগর আলী
রচনাকাল ১১-১২-২০১৭খ্রীঃ


আলোর অভাবেই অন্ধকার নেমে আসে!
আঁধার ঘন হলেই তবে ভোর ঘনিয়ে আসে,
সংঘাত বাড়লেই তো সমাধান কাছে ঘেঁষে,
মুসলমান! হতাশ হওয়ার বলো কী আছে?


সোলাইমানের মসজিদ মুসলমানের ছিলো ;
এখনও তা মুসলমানেরই আছে
দুর্বাস ভাঁড়ের ঘোষণায় কীইবা যায়-আসে!
বাঘের মাথায় বলো বিড়াল কী করে নাচে!


শিয়া সুন্নি ওহাবির দেয়াল ভাঙো আছে যত
গড়ে তুলো ঐক্য সীসাঢালা প্রাচীরের মত
ভেঙে ফেলো হতাশার জিঞ্জির শত
হৃদয়ের মরিচা খসে যাক আছে যত


ইঁদুরের পাল যত পালাবে তোমার দোর্দণ্ড প্রতাপে
লাল-সাদা পিঁপড়ার মিছিল গর্তে লুকাবে তোমার প্রকোপে।


তোমার বজ্রমুষ্টি ভাঙবে সব পারমাণবিক বলয়
দেখবে তোমার হুঙ্কারে  চতুর শেয়ালের দল কী করে পালায়!


ভাবছো!এ কি স্বপ্ন! দুস্বপ্ন নাকি রূপকথা!
বকছি অকবি আমি নিরর্থক কিংবা অযথা!


ইসলাম ডুবে গেলো বুঝি সৌদি প্রিন্সদের অনাচারে!
ইসলাম বিকিয়ে দিয়েছে সৌদ সালমান দুরাচারে!


তাকাও তবে প্যালেস্টাইনি নারীদের দিকে
তাকাও প্যালেস্টাইনি শিশুদের চোখেমুখে


অনন্ত জীবনকে কিনে নেয় কেমন ক্ষুদ্র জীবনের বদলে!
মরণকে কেমন বরণ করে আবেহায়াতের আদলে!
সব ভয় সংশয়
দূর হবে নিশ্চয়
মুসলমানের হৃদয় দিয়ে মুসলমানের দিকে তাকালে।