হ্যাঁ তোমাকেই বলছি
হে অনাগত অস্তিত্ব!
ইশ্বরের মাথায় জমে থাকা ভ্রুণের পাহাড়!


পাখি হইও গান শুনাইও
শিকারীর বুলেটে প্রাণটা বিলাইও


নদী হইও জল হইও
কলকল বয়ে যাইও
নগর বন্দর সভ্যতার পাপ ধুইও
সভ্যতার কষাঘাতে মরে যাইও


গাছ হইও
পথিকে ছায়া দিইও
কাঠুরের কুঠারে শুয়ে যাইও
ফুল হইও
গন্ধ বিলাইয়া ঝরে যাইও


নইলে!
কীট আর পতঙ্গ হইও-----
বিষধর ভুজঙ্গ হইও
মানুষের বিনাশ করিও
মানুষ হইও না
মানুষ হইও না
মানুষ হইও না
মানুষ হওয়ার দায় অনেক-----