এইসব কষ্টের গাথা
প্রেমের শৈল্পিক আকুতিমাখা
বিষাদ কবিতা
একদিন বালিশবিহীন গড়াগড়ি খাবে সফেদের খাটে
চাকরির বিজ্ঞাপনের ফাঁকেফাঁকে
বেকার তরুণের গলে হয়তো ভুলেভালে
জড়িয়ে যাবে দুচার চরণ
কিংবা সদ্য গজিয়ে ওঠা প্রেমিকের দল
গোলাপের ভাঁজে এসব কবিতার লাইনে লুকিয়ে নিবে নিবেদন কৌশল


এছাড়া কবিতার কোনো আবেদন ;
দেখা যায় না সচরাচর আর
রাতের পর রাত প্রসব যন্ত্রণায় কাতরায়
কবির জীবন  
ব্যারেল ব্যারেল গোপন লালে-জলে!
ভর করে নেমে আসে লাখো কবিতার চরণ


কিন্তু এসব কবিতার জোয়ার!
স্রোতহীন নদির মতন জমে থাকে কালের পর কাল
একটি কবিতার লাইনও
আগের মতন আর
সেল হয়ে বিদীর্ণ করে না শোষনের দেয়াল।