প্রতিটি বছরের মত এবারও বারোটি মাসকে বুকে ধরে; একটি বছর অতিক্রান্ত হয়ে গেলো ঘড়ির কাঁটা ক্যালেন্ডারের পাতা আর সভ্যতার বুক চিরে,
প্রকৃতির অমোঘ নিয়মমাফিক জন্ম মৃত্যু বিয়ের উৎসব হয়েছে ধরণীর বুকে।
বিয়ের সানাইয়ের মত যুদ্ধের দামামা বেজেছে, যুদ্ধ বেঁধেছে পৃথিবীর কোণে কোণে
গণহত্যা গণধর্ষণ হয়েছে নির্জনে কিংবা জনাকীর্ণে
নগরীর গণশৌচাগারগুলোও ভরেগেছে গণত্যাগে
রাজারা মত্ত ছিলো আদি পাপে কিংবা রাজকীয় ভোগে
সুনামি ঘূর্ণিঝড় ভূমিকম্প হয়েছে আদি কারণের হুকুমে।


আবহাওয়া বদলেছে জলবায়ু বদলেছে গ্রীন হাউজের প্রভাবে
মাথাপিছু আয় আর গড় আয়ু বেড়েছে হিসাবে
পরিসংখ্যানে
বাজেটের সাইজ বেড়েছে সংসদের অধিবেশনে


রাজা বদলেছে রাজার নীতি বদলেছে
শাসনতন্ত্রের পাশাপাশি শাসক আর প্রশাসক
বদলালেও;
ধরণীর বুক থেকে এখনও দূরীভূত হয়নি
আমজনতার রক্তখেকো জলৌকার শোষণ!
বরং ক্রমান্বয়ে ঘনীভূত হয়েছে শোষণের রঙ
জ্যামিতিক হারে বেড়েছে দুর্বলের উপর সবলের আজন্ম নিপীড়ন।


বছর যাবে বছর আসবে এ ধরণীর বুকে
শাসক নামের বেনিয়ারা থাকবে আদিম ও অনাদি সুখে
নিপীড়িত দীন হীনের সুদিন আসবে না কোনোদিনই!
তবুও পুরাতন সন কিছু না কিছু তো দিয়েই যায়;
সভ্যতাকে করে যায় ঋণী।