নীলাকাশের বিস্তৃর্ণ আভায় খণ্ড খণ্ড ভাসমান সাদামেঘের ভেলাগুলো শাড়ির মত পতপত করে কেমন এলোমেলো উড়ছে।


ষোড়শী কোন রূপবতী প্রথম শাড়ি পরলে
যেমন অসংলগ্ন, আনকোরা আর ভয়ঙ্কর আবেদনময়ী লাগে তেমন আরকি
মাঝে মাঝে থোবলানো কালোমেঘের স্তুপকে অভিজ্ঞ চাচি খালাদের বেঁধে দেওয়া খোঁপার মতই দেখাচ্ছে।


আকাশ যখন আজ এরকম লোভাতুর
ঢংয়ে সেজে আছে
ঠিক তখনই খাঁচায় বন্দী  অসহায় পাখিটির ডানা কেটে বলছো; যাহ, আজ তোকে মুক্তি দিলাম!


ঠিক  উষ্ণ জলবায়ুর দেশে গ্রীষ্মকালে কোন হাঁফিয়ে ওঠা  মুসাফিরকে হাত পা বেঁধে শীতল সরোবরে সাঁতার কাটতে ছেড়ে দেওয়ার মত।


এগুলো কেবল উপমামাত্র ;
আসলে  এতদিন পরে তুমি এমন মোহনীয় অবয়বে  আমার সামনে এসে দাড়ালে!
আজ আমার চোখদুটিও একশো চুয়াল্লিশ ধারার
কবলে ; এক পলকের বেশি তোমার দিকে
তাকালে আমার চোখের সাথে তোমার প্রাণটাও যেতে পারে।