মিছে মিছে হ্যাঁ মিছেই;
হ্যাঁ কবি আজ মিছেই খুঁজছো তুমি
সেই সব হারানো দিনের ছবি
সত্যগুলো লুকায়েছে জমাট লোভের আড়ালে ;
কলঙ্কে অলঙ্কৃত হয়েছে দিনের রবি।


শ্বেতশুভ্র সকালের শরীরে আগুন
বেঁধেছে বাসা
দরাজ আকাশের গা থেকে নীলগুলো
খসেখসে পড়ছে আজ কেমন!
সুশীতল বাতাসের দেয়াল ফেঁড়ে ;
বের হয়ে আসে স্যাঁতস্যাঁতে খুন


আত্নহননের পথ বেছে নিয়েছে অবশিষ্ট ভোর
সাগরের তীরে ভীড়েছে মৃত তিমিদের মিছিল
জীবনের ক্ষেতে হানা দিয়েছে অগনন পঙ্গপাল


বিবেক বেছাকেনা চলছে মাছ বাজারের হাটে
আত্মবিক্রয়ের উৎসবে মেতেছে;
আহত ন্যায়গুলো
বাঘেরা বন্দী আজ কাগুজে খাঁচায় ;
বনের রাজা সেজেছে হুলো


শকুনের দৃষ্টি পড়েছে আধমরা সভ্যতার পরে
শ্বেতপায়রার ডানায় ভর করেছে
রাহু আর শনি
নিরীহ প্রজাপতি সাব্যস্ত হয়েছে ;
একদল জোনাকির খুনি


দিনেদিনে বেড়ে যাচ্ছে সময়ের ঋণ
অন্ধকার রাতগুলো দিগুন মোনাফা গুনছে
কাবুলিওয়ালার মত  
দগ্ধ সত্যগুলোও লুকাতে চায় তার গতরের ক্ষত


অবিশ্বস্ত সময়ের অপঘাতে ;
অসহায় শহরের গলিগুলো ভরে গেছে পাপে
গৃহপালিত মাছেদের গায়ে আঁকা অচেনা মানচিত্র;
পৃথিবীর বুক কাঁপছে আজ অজানা উত্তাপে