অনিবার্য ইতিহাস
      --আজগর আলী
রচনাকাল ১৩-০৯-২০১৭ইংরেজী।


ভার বহনের এই লড়াইয়ে তোমরা-
একা নয় হে রোহিঙ্গা আদম শিশু,
আজ দুস্তর হয়েছে তব পারাবার-
এ নয়তো কিছু!
এ লড়াইয়ে বিশ্ব মানবতা ছুটছে--
তোমাদেরই পিছু পিছু,
এবার তব অবনত শির উঁচু হোক-
উঁচু হোক, থাকে না যেন আর নিচু।


তোমাদের পদ চিহ্নই হোক পরাবাস্তব এক ইতিহাস
তোমাদের দীর্ঘশ্বাসে রচিত হোক এক মহাকাব্য
জালিমের তরে হোক নির্মম পরিহাস,


তোমাদের প্রতিটি শ্বাস-প্রশ্বাসে প্রবাহিত হোক
ট্রিলিয়ন ট্রিলিয়ন আণবিক কণা------
ঐশ্বরিক অলৌকিকতা হার মানুক
তোমাদের আণবিক ফণায়
তোমাদের দুর্দশাগুলি রূপান্তরিত হোক
পারমাণবিক চেতনায়-----


মহাবীর আলেকজান্ডার কিংবা জুলকারনাঈন
ওমর-খালিদ, কুতায়বা-হামজা, সালাদিন
অবতীর্ণ হোক তোমাদের বক্ষ পাঁজরে
হৃদয় গ্রন্থিতে জ্বলে উঠুক
মহাবীর কর্ণের বঞ্চনার ইতিহাস-----
দুখিনী মায়ের ছেঁড়া আঁচল হোক
তব কুণ্ডল কবচ
শাহানামা নয়, বিষাদ সিন্ধুও নয় তবে
রচিত হোক আরেক মহা-ভারত
নাফের কিনারা ছেড়ে পুরো ব্রহ্মদেশের প্রতিটি ক্ষেত্রে
শুরু হোক কুরুক্ষেত্রের দ্বিতীয় ভাগ,
সমাহিত হোক তব হৃদয়ের জলন্ত শ্মশানে
ধর্মের নামে যত অধর্মের রাজ,
শেষাঙ্কে রচিত হোক মঘ,ভণ্ড ভিক্ষু আর সুচিবধের
অনিবার্য ইতিহাস।