তোমাকে না পেয়ে একদিক থেকে ভালোই হয়েছে;
বোধ হয়!
পেলে আর এমন কীই বা হতো বলো!
বড়জোর কয়েক বৎসরের টানা ঘরকন্না,সাংসারিক গোলযোগ;
ছেলেপুলে ইস্কুলে তুমি আমি মনখুলে ঘ্যানঘ্যান টানাটানি;
পাওয়া না পাওয়ার হিসেব কষা,
ঘনঘন মন কষাকষি জীবনের দর কষাকষি!
আমাকে! হয়তোবা তোমাকেও দোষারোপের রাজনীতির শিকার;
কিংবা বিফল অর্থনীতির ঘেরাটোপে তোমার আমার তোপের মুখে সংসার।


তারচে বরং বুকের মাঝখানটায় খটখট;
চিনচিন মৃদুআঘাত! দুয়েকটা নির্ঘুমরাত,
রিলাক্সিন ইজিয়াম,ব্রোপাম,  সিডাকসিন!
সবশেষে মৃদুবিষ ক্লোনাজিপামের হাতে নিজেকে সমর্পণ!


হঠাৎ সম্বিৎ! কিঞ্চিৎ বাঁচার সাধ!
সময় কাটাবার জোগাড়! মেকি সংসার;
তামাশার সমাহার!
তোমাকে না পাওয়ার চেয়ে বরং এটাই আমার!
কেমন অনুপম নিয়তি! বল কেমন অনুপম জীবন!