পাপানুকূল মনে  বর্ণিল পাপের স্বৈরাচারী রাজ
লাগামহীন ঘোড়ার মত ছুটছে পাপের সওয়ারি,
পথভোলা আত্মাও গড্ডালিকায় মিলায়েছে আজ
ভোঁতা হয়ে গেছে ওমরের পাপকাটা তরবারি।


শয়তানের ডানায় উড়ছে দ্যাখো ইচ্ছার দাস
পূর্ণস্বাধীনতা ভোগে মত্ত রয়েছে ইচ্ছাধারী ফণা,
বাঁধহীন রঙিন পালে লেগেছে ইতিবাচক বাতাস
কোথাও নেই জড়তা কিংবা বিবেকের কণা।


ছিটেফোঁটা আলোর কণিকারা মুছে গেছে লাজে
কসমিক আলো লুকায়ে আদিম অন্ধকার জাগে,
জ্ঞানপাপী পাখিরা ব্যস্তসমস্ত নিজনিজ কাজে
মরীচিকা সেঁটে আছে সভ্যতার আয়ত-বর্গভাগে।


অস্বীকৃতির ফ্যাশনে মাতাল আজ বিশ্বাসী মন
বিশ্বাসের থালা চেটে চেটে খায় প্রভুভক্ত কুকুর,
অবিশ্বাস ফেরি করে চলছে সাধু মহাজন
উজ্জ্বল কালোয় ছেয়েছে কেমন আলোর দুপুর!