রগরগে বর্ষার যাবতীয় বিবমিষা
মাথায় করে
ইতস্তত ঈগলের ন্যায়
আমি ছড়িয়ে পড়ি রমণী ও শীতে-
মহানগরীর প্রতিটি
পার্কে ও বিনোদোনাগারে
আমি ঘুরতে থাকি উদভ্রান্ত
কোকিলের মত—
বসন্ত নয় তবুও
মহানগরীর সকল মহান শিল্পীরা
মজে থাকে আমারই সুরে—


তীব্র কিন্তু আনন্দঘন রোদে
মহানগরীর সকল
ছায়া ও বেঞ্চিতে
প্রমিত চুম্বন হয়ে জড়িয়ে যাই
বিত্রস্ত প্রেমিক ও প্রেমিকার
গ্রীবা ও ঠোঁটে—


আমাকে তাড়া করে
প্রেমহীন নগরপুলিশ
দু'টাকার করনিক
আর রাষ্ট্রের বেরসিক অধিকারিক—


আমি কোনো কবি নই
গায়েন নই
ছেলেধরা গুণীনও নই
নই কোনো
কিম্ভুতকিমাকার
যাদুকর বাঁশিওয়ালা-বিশেষ


তবুও আমাকে তাড়াবার
পাঁয়তারায়
মহানগরীর
মহান পালকপিতারা
সাতশো বছরের জন্য নিরুদ্দেশ—