পেঁয়াজ;বাঁকাচোখি অদেখা প্রেম!
-------আজগর আলী


পেঁয়াজের সের আশি টাকা,
বাঁকাচোখি অদেখা প্রেম যেন;
স্মৃতিপটে ভেসে উঠে
তোঁয়াজ মুন্সির সুন্দরী কন্যা
বন্যা মুন্সির কথা ;
যাঁর শরীরের পাতলা আভরনের
আড়ালে লুকায়িত অহঙ্কারকে
কেবল স্বপ্নেই দেখেছি
বাস্তবে তার ছায়াও ছিলো কেবল
আমার দৃষ্টির ধরাছোঁয়ারও বাইরে।


আহা রে প্রেম বলে বলে
ঘুম ভাঙলেই চিৎকার করে করে উঠতাম
শেষ পর্যন্ত;
প্রেমের স্বাদ শ্যামের দেয়া আঘাতেই মিটেছে।
ক্ষুধার যন্ত্রণায় ব্যাদান দেহখানি
কুঁকড়ে কুঁকড়ে গেছে ---
চালের সের সত্তর টাকা, ভাতই খেতে
পাই না!
এ অহঙ্কারী পেঁয়াজের স্বাদ মিটাবো কী দিয়ে।


***************************
তৃপ্তির ঢেঁকুর
-----আজগর আলী


স্বাধীনতা স্বাধীনতা বলে তৃপ্তির ঢেঁকুর তুলতে
পারি না বলে আমি দেশদ্রোহী নই,
আমিও এ দেশটাকে
ভালোবাসি জানের চেয়েও বেশি----


শকুনের ঠুকরে খাওয়া মানচিত্রে যখন মায়ের মুখাবয়ব দেখি, আমি তখন কী করে তুলির
আঁচড়ে স্বাধীনতার তৈলচিত্র আঁকি!