রক্তের নদীতে আগুন লেগেছে;
রক্ত কণিকাগুলো খইয়ের মত ফুটছে কেমন!
রক্তের ঘ্রাণে বুনো উল্লাসে উন্মাদ রক্তের ধারা;
আহত সিংহের মত বয়ে যাচ্ছে কেমন!


আবেগের নগরী
ভালোবাসার নগরী
মিলন ব্যথা বিরহের নগরী; জেরুজালেম


রক্তের বন্ধন
হৃদয়ের স্পন্দন
পরানের নন্দন
বায়তুল মোকাদ্দাস কেমন ডাকছে আমায়!


তোমাকে নিয়ে স্বপ্নের বীজ বুনেছি কত!
কবিতার স্তবকে স্তবকে তোমাকে রেখে
সাজিয়েছি বাসর শত,
তোমার সময় হয়নি;
আসোনি সাজাতে আমার হৃদয়ের ঘর।


প্রিয়া এখন এ অবেলায় পিছু ডেকো না আর!
শান্তির জন্য অশান্তির জনপদ দেবো পাড়ি,
রক্ত থামাতে রক্তের বন্যা দেবো ছাড়ি,
এখন আমার যুদ্ধে যাবার সময়


আমার প্রেম জমা রেখেছি তোমার হৃদয় আঁচলে
তুমি সময় সুযোগ পেলে;
ঝুলিয়ে দিয়ো তাহা
কোন শান্তিপ্রিয় নিরীহ প্রেমিকের গলে।