একটু বুঝতে যদি একটু খুঁজতে শুধু তুমি আমাকে,
আঙুলের ডগায় চাঁদটাকে খুঁটেখুঁটে ;
প্রতিদিন একমুটো করে আলো ;
জমা রাখতাম তোমার আঁচলে।


তুমি বললেই হয়ে যেতাম দখিনা হাওয়া;
বয়ে যেতাম তোমার জনপদে,
হিমেল পরশে তোমার বুকেই জাগিয়ে দিতাম;
একফোঁটা নতুন চর,
তুমি বললেই আমার বুকের পাঁজরগুলো দিয়েই;
তোমার মনে বাঁধতাম প্রশান্তির সুশীতল ঘর।


অথচ কোনোদিন তামাশার ছলেও বুঝলে না ;
হৃদয়ের আকুতি আমার!


এখন আমার দিনগুলো কাটে না;
রাতগুলোও পোহায় না কোনো অজুহাতে,
এখন ঘরের তলেও আমি কেমন যাযাবর!
সময় কাটে না কোনোভাবেই কাটি প্রেমের জাবর।