একসময় রাতকে মনে করতাম;
কেবল এক ভয়াল অসুখ
এখনতো মনে হয়
রাত;সেতো দিনের প্রলেপমাখা


গরলমাখা দিনের জমানো ব্যথাগুলোকে
আকণ্ঠ গিলে খায় রাতের শরীর
দিনের রেখে যাওয়া ক্ষতচিহ্নগুলো
আলতো পরশে ঢেকে দেয় রাতের মায়া
দিনের ফেলে যাওয়া কালি মুছতে মুছতে
একসময় ক্লান্ত রাত, হয়ে যায় ধূসর; প্রভাত।