রক্ত কি থেমে গেছে!
--------আজগর আলী
রচনাকাল ১০-০৯-২০১৭ইংরেজী


নাফের তীরে দেখ কাঁদে আজো আসগর
অহমিকা দেখি আজো নির্দয় সিমারের,
কোথা সেই দুলদুল খল খলে ডাকে না
জয়নাল আবেদীনে হায়দরী হাঁকে না।


সকিনার কান্নাতে শুকিয়েছে নাফ জল
কাশিমের গায়ে দেখি আজ নেই কোন বল!
সুচি আজ খুশি দেখি হাতে রাঙ্গা খঞ্জর
সকিনায় পরে আছে শ্বেত বাস বিধবার।


দুর্বার গতিতে আজ দুলদুল ছুটে না
নাফের জল কেন দু'ধারেতে কাটে না,
বাচ্ছারা তড়পায় আজো দেখো উখিয়ায়
কোথা আজ মহাবীর সুচিয়ারে রুখি আয়।


দামামার তালে কেন মুসলিম জাগে না?
আমামা দেখে তার খুনিয়ারা ভাগে না!
সদা রয় নত শির!!
হাতে নিয়ে শমশির তাকবির হাঁকে না
কাশিমের কাটা শির ওরা কেন দেখে না?


ফাতিমার ছাতি আজো ফেটে হয় চৌচির
রণভেরী শুনে কেন হয় না কেউ অস্থির,
হিন্দার মত দেখি  কলিজা খায় জিন্দার
মুসলিম রণ ছেড়ে শুধু ঝড় তুলে নিন্দার।


গর্দান উঁচু কেনো ঐ সুচি কুফরের?????
রক্ত কি থেমে গেছে সালাদিন খালিদের!
নেতা আজ কোথা পাই ঐ সম উমরের
স্মৃতি কেন মুছে গেলো কারবালা ওহুদের?


মুসলিম মজলুম আজো করে  মার্সিয়া ক্রন্দন
চাষ করে ঘৃনা বুকে ভাঙ্গে ভাইয়ে ভাইয়ে বন্ধন,
ইকরার বাণী ভুলে ফিরকাতে মশগুল
জ্ঞানের বাগিচাতে ফুটে শুধু বনফুল।


তাই----
মানুষের জায়গাতে বাস করে জানোয়ার
হায়েনার আড়ালেতে লুকায়েছে আনোয়ার
আজ মুসলিম ভুলে গেছে লিল্লাহে তাকবির!
আলো ভুলে পিছু ছুটে মিছে ঐ আলেয়ার
তাই----
হাতে আজ বদনা খসে গেছে তলোয়ার!!!