বাতাস পুড়িয়ে দিয়ে যায় পাখিদের অন্তপুর
কেঁপে উঠে নীরব নীলকান্তমণি বেজে উঠে পাতার নূপুর-
যেনবা কাহারা কথা বলে
সুরেলা কান্নার ছলে
হিজলের বনে ঝেঁকে বসে ভরদুপুর-


পাখিদের ঠোঁটের কপাটে ঝুলে থাকে
অদ্ভুত সব হাহাকার
এইসব অল্পতর সুখের কথা কেবা মনে
রাখে আর!
কুণ্ডুলি পাকিয়ে বুঝিবা ফিরে আসে সব প্রাচীন স্বেদ
বনানীর পিঠেপিঠে ঝুলছে বিরল সবুজপাতার চ্ছেদ-