সবকিছুই বরফ হয়ে যাচ্ছে বোধহয়
নইলে তরতাজা হৃদস্পন্দনগুলো কোথায়!
লাফায় না ক্যানো আর জীবনের শরীর?
নিথর হয়েছে ক্যানো আমাদের ভোরগুলো!
না না না
গ্রামীন এঁদো মদগুলো ফুরিয়ে যাওয়ার
আগেই
আমাকে পৌঁছুতে হবে সেখানে----


সাহেবি এ্যালকোহলের সারি
মাথাতো ধরে ঠিকই নেশা হয় না
এভাবে আর আমারে পোষায় না


আমাদের দাদীর বাঁশের খাটতলায়
তলানিটা বোধহয় রয়েছে এখনও
অনেক দিন সবুজ মদমাতাল হই না
অনেক কাল দারুউন্মাদ হই না


কি বলবো!
এখানে সবকিছুইতো চড়া
কিন্তু কড়া নেশাতো মুছাপুর গ্রামে
তোমাদের সবুজশরীরে