জয়যাত্রা


রক্তকণিকায় যখন মিশে গেছে
একটি শ্লোগান
মানি না মানবো না
বাঙ্গালীর হৃদয়ের বেদিমূলে
শেখমুজিবই যখন পুঁতে গেছেন
যুদ্ধ জয়ের মন্ত্রণা
তখন অগণন গণহত্যা  
সীমাহীন বীভৎসতা
শত কালোরাত্রি
হাজারো ২৫ মার্চ
লাখো অপারেশন সার্চলাইট
কী করে রুখে দিবে আমাদের জয়যাত্রা----



            ২৫ মার্চের শপথ


জলৌকার মত
বাঙ্গালীর রক্ত চোষে
উন্নয়নের মুলা ঝুলিয়ে পাকিরাও
কেড়ে নিয়েছিলো আমাদের গণতন্ত্র
ছুড়ে ফেলেছিলো পঁচানব্বই শতাংশ জনমত


আজও দেখি একই কাণ্ড
শাসক নামক প্রকাণ্ড আজদাহাটি
ব্যাংকবীমা গিলে খেয়ে
শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে
উন্নয়নের নাম করে
আবারও গণতনন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে
ভোটারের বদলে
নেড়িকুকুর দিয়ে চালায় নির্বাচন!


স্বৈরাচারের চ্যালা চামুণ্ডারা
উন্নয়ন উন্নয়ন করে;
করে অযথা উল্লম্ফন !
শুনেন দেশের জনগণ
আবারও স্বাধীনতা প্রয়োজন


যার যা কিছু আছে তা নিয়ে
বাংলার আনাচে কানাচে
২৫ মার্চের দৃঢ়শপথে
শোষণ আর স্বৈরাচারের বিরুদ্ধে
আবারও গড়ে তুলুন তমুল প্রতিরোধ।