আজগর আলী
রচনাকাল ১৮/১২/২০১৭


#কবি জুবায়ের হাসান জাহিদের কবিতাপাঠে
অনুপ্রাণিত হয়ে


সাতসাগর রক্তে ভর করে এসেছো এই জনপদে!
শোণিতে ধমনীতে শিরা-উপশিরায় জাগিয়ে দিয়েছো আরেকটি স্যাঁতস্যাঁতে ভয়!
একটা যুৎসই নামে তো তোমাকে ডাকতেই
হয়; হে বিরল প্রজাতির স্বাধীনতা!


মাতৃজঠরেও অনিরাপদ বুলেটবিদ্ধ শিশুর
রক্তেরাঙা শরীরখচিত
আমার স্বাধীনতা,
স্বাধীনতা তো
নিউরনে নিউরনে খেলে যাওয়া বিদ্যুৎঝলকের মত
অশনির বারতা


স্বাধীনতা তো
মুক্তিযোদ্ধা বৃদ্ধ বাবার ভিক্ষার থলেভরা
কয়েনের ঝনঝনানি
স্বাধীনতা তো
বিবর্ণ বিকেলের জমানো বিষাদগালিচার
বিশীর্ণ মাঠখানি
স্বাধীনতা তো
বাবার কাঁধে তরুণ ছেলের লাশ চল্লিশা কী কুলখানি


স্বাধীনতা তো
বঞ্চিত পথশিশুদের ছাদহীন ইস্কুল
স্বাধীনতা তো
লাশের গন্ধে ভারী হওয়া
বাতাসে ফোটা উৎকট বনফুল,
স্বাধীনতা তো
সীমান্তে ঝুলন্ত ফেলানির লাশ
সমঝোতা আর ফ্ল্যাগ মিটিংয় আয়োজনের হুলস্থূল


স্বাধীনতা তো
প্রতিবেশী দাদাদের বিচারের নামে
ব্যঙ্গ বিদ্রুপ আর প্রহসন
স্বাধীনতা তো
সীমান্ত জুড়ে ইয়াবা ফেন্সিডিল আর অবৈধ
অস্ত্রের চালান


স্বাধীনতা তো-
গরীবের রক্তে গড়া প্রাংশু প্রাসাদ আর অট্টালিকা
স্বাধীনতা তো-
স্বৈরাচারের মুখে গণতন্ত্রের বাগাড়ম্বর
আর প্রগলভ কথকতা


স্বাধীনতা তো-
হযরত আলীদের বুকফাটা আর্তনাদে জীবন
বিসর্জন
স্বাধীনতা তো
তুফান সরকার বদরুল সেঞ্চুরি মাণিকদের
উল্লম্ফন


পেঁয়াজের দাম আপেলের দামে চলছে
প্রতিযোগিতা!
ডাকাতের কাজে চোর চোরের কাজে-
বাটপার করে কেমন সহযোগিতা!
আহা স্বাধীনতা!


স্বাধীনতা তো
রিজার্ভ চুরি শেয়ার বাজার লুট
পুকুর থেকে সাগর চুরির সুযোগ
স্বাধীনতা তো
চালের বাজার ডালের বাজার; বিদ্যুৎ
কিংবা তেলের বাজারের দুর্যোগ


স্বাধীনতা তো,
ধর্ষিতা বোন ধর্ষিতা মায়ের ন্যাড়া করে দেওয়া
চকচকে মাথা
স্বাধীনতা তো,
আমার বোনের আমার মায়ের সম্ভ্রমহানির স্বাধীনতা!


স্বাধীনতা তো
বিশ্বজিৎ তনু আর সাগর রুনিদের খুনী
স্বাধীনতা তো,
গুম আর খুন হয়ে যাওয়া  ভায়েদের সংখ্যা গুনি


স্বাধীনতা তো
চরম আশাজাগানিয়া কলসীভর্তী হতাশা
স্বাধীনতা তো
ভাতের বদলে আলু আর চিনির বদলে বাতাসা!
স্বাধীনতার নাম
কাগজে কলমে লিপিবদ্ধ শুধু বাস্তবে তো তামাশা।