সামান্য কৈফিয়তনামা


জাগতিক গোলযোগে বিধাতাকে দায় দেয়াতো
নিছক অভিমান ;
আসলে মানুষের পুঁতে দেওয়া বিভেদের
বীজগুলোই ফুলেপেঁপে হয় বিষবৃক্ষের সমান
মানুষের ভূমিকা আর মানুষের কর্মগুণে
চীনের পাঁচিল স্থাপিত হয় মানুষের মনেমনে


অনিবার্য পরিণতি জেনেও
হাজার যুদ্ধের কলকাঠি নাড়ে মানুষই
পৃথিবীর প্রথম থেকে সর্বশেষ গণহত্যার
হুকুমদাতা রসদ-দাতাতো সে মানুষই


মানুষই সকল বীভৎসতার সাথে লড়েছে
রেড়ক্রস রেড়ক্রিসেন্ট এই মানুষইতো গড়েছে
আবার সে মানুষই বানিয়েছে আনবিক বম্ব
মানুষইতো দিচ্ছে মানুষ হত্যার ভয়াল ইন্দন


মানুষই রচনা করেছে হিরোশিমা নাগাসাকি
মানুষই ধুকছে তার প্রভাবে স্রষ্টার দোষটা কী
মানুষের করতলেই
রাসায়নিক পারমানবিকের সব বোতাম
মানুষইতো হুমকি দেয়
বলে আধেক পৃথিবী নাকি করবে খতম


মানুষই মাতম তোলে মানব হত্যা দেখে
ধংসলীলার সুনিপুন পাঠ মানুষ মানুষের কাছেই শেখে
ফেরেশতার মত শিশুরা তড়পাবে জেনেও
মানুষই সূচনা করে গ্রেনেড বুলেট বিনিময়
আবার মানুষই সাজে ত্রাতা দাতা করে
ক্ষত বিক্ষতের নিরাময়
মানুষের কণ্ঠেই ধ্বনিত হয় ভয়াল যুদ্ধের জয়োগান
এ মানুষই তোলে আবার যুদ্ধ বিরোধী সব
স্লোগান
মৃত্যু অবধি ক্ষমতা আঁকড়ে রাখতে
চায়তো এ মানুষই
আসলে মানুষই হলো যত নষ্টের মূল
আদি হতে অদ্যাবধি মানুষই
পাকিয়েছে যত তালগোল


তবুও স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসি জন
স্রষ্টাকেই দায়ী করে;
করে বিশাল অভিযোগনামার আয়োজন
মানুষের উপর ভরসা ছেড়ে স্রষ্টার উপরই
এরা ভর করে


চারদিকে মৃত্যুর অগনন মিছিল দেখে
এরা স্রষ্টার কাছেই যতসব খোলা চিঠি লেখে
মানুষের দ্বার বন্ধ হলেও স্রষ্টার দুয়ারতো রয় খুলে
আহত প্রাণে নিরুপায় মনে স্রষ্টার দিকেই আঙুল তুলে
নিজের মত জানায় হৃদয়ের আকুতি যত
কুদরতি হাতে তিনি সারায়গো যদি এইসব ভয়াল ক্ষত



আমাদের প্রেম


আমাদের বুঝবার দায়;
কখনও ছিলো না কোনো মানুষের
আমাদের সংলাপের ভাষাগুলো ঔদ্ধত্যের তকমায় ভূষিত হয় বারবার
আচারবর্জিত প্রেম বুঝবার
ক্ষমতা থাকে না যাদের
তাদের সামনে কথপোকথন হবে না
তোমার সাথে আর
তুমি চিরায়ত আধ্যাত্মিকতায় বুঝে
নিও আমাদের সকল অভিমান


আর কোনো কবিতা লিখবো না এখানে
রক্তাভ ক্যানভাসে আঁকবো না
কোনো অসুখের জলছবি
মনসুর হাল্লাজের মত পরীক্ষায়
বসতে পারে না এ যুগের কোনো কবি
নিরবধি বয়ে চলছি যে কয়েকটি ব্যক্তিগত নদি
তারাও মরে যাবে একদিন
দমের গাড়ি যতদিন সচল থাকে;
ততদিন বয়ে বেড়াবো তাদের স্মৃতিচিহ্নগুলো
অতঃপর কোনো এক আলোঢালা জোছনারাতে
সকল মানাভিমান ভুলে
চলে আসবো তোমার ছায়ায়
তোমার কুদরতের মানদণ্ডে
তখন নাহয় তুমিই  মেপে নিও আমাদের প্রেম