রুবাইয়াৎ ই আজগর আলী ( মাওলা ১)
--- আজগর আলী
রচনাকাল ১১-০১-২০১৮খ্রিঃ


মোর পরানের গহীন ভেতর একটি মুধুর আওয়াজ হয়
মাশুক নাকি কে বা জানে কেমন সুরে গুনগুনায়!
চিত্ত ব্যথা লাঘব হয়ে আজ বিত্তে বিত্তে ভরে মন
আশেক-মাশুক একহয়ে আজ একই ঘরের ভেতর রয়।


রুবাইয়াৎ ই আজগর আলী ( মাওলা ২)
--- আজগর আলী
রচনাকাল ১১-০১-২০১৮খ্রিঃ


পীর সাহেব কী বুঝতে পারেন ফকির বেটার কেরামতি
পীর সাহেব ঘুমায় যখন ফকির দেখেন আলোর জ্যোতি
তাঁরে তখন দিবেন ধরা যখন যাঁরে মনে লয়;
মালিক সাইয়ের ভজন করো না করিয়া কারো ক্ষতি।


রুবাইয়াৎ ই আজগর আলী ( মাওলা ৩)
--- আজগর আলী
রচনাকাল ১১-০১-২০১৮খ্রিঃ


তোমায় খুঁজে মোল্লা পুরুত দেবালয় কী ধর্মশালায়
আমি গড়ি দিলের মাঝে মুর্শিদ তোমার আপন নিলয়
আশেক যদি মাশুকের হয় ভান ভণিতার কী দরকার
ইশকেরই দেন-দরবার হলে মাথা ঠোকার সাড় কী রয়?


রুবাইয়াৎ ই আজগর আলী ( মাওলা ৪)
--- আজগর আলী
রচনাকাল ১১-০১-২০১৮খ্রিঃ


আশেক মাওলা দিলের খেলা খেলে কেমনে আরশে বসি
আমার পরান টান দেয় ধরি বান্দিয়া প্রেমের রশি
চোখ বুঝিলে মাওলাজির শান ভেসে উঠে দিলের মাঝে
ভাঁজে ভাঁজে লুকায় তিনি বান্দে আরো জোরছে কষি


রুবাইয়াৎ ই আজগর আলী ( মাওলা ৫)
--- আজগর আলী
রচনাকাল ১১-০১-২০১৮খ্রিঃ


প্রেম শিরাজি পান করাইয়া মাওলা আমার কোথায় রইলো
মাওলার প্রেমে পরান আমার বিবাগী আর উতলা হইলো
দিবানিশি মাওলার প্রেমে হাবুডুবু খাই যে আমি;
অন্তর্যামি আসো আবার পরান নইলে গেলো গেলো


রুবাইয়াৎ ই আজগর আলী (মাওলা ৬)
--- আজগর আলী
রচনাকাল ১১-০১-২০১৮খ্রিঃ


দিঘীর জলে পানকৌড়ির দল, যেমন  করে ভাসে
আমার মনে মাওলাজির প্রেম, তেমন ধারা নাচে
মাওলা আমি একাকার হই, জন্মান্তরের প্রেমে;
শ্যামে যেমন বংশী বাজায়, রাধার পরান যাচে।


রুবাইয়াৎ ই আজগর আলী (মাওলা ৭)
----আজগর আলী
রচনাকাল ১১-০১-২০১৮খ্রিঃ


খুলে দ্যাখো তোমরা যদি, আমার মনের রুদ্ধ দ্বার
দেখবে সেথা তৈরী আছে,আলিশান এক ঘর মাওলার
ভেতর বলো বাহির বলো, সব খানেতেই একই রূপ;
সেই রূপেতে বিভোর আমি, মুর্শিদ আমি একাকার।