জুঁই করবী হাসনাহেনার বাঁধনে
নিজেকে জড়িয়েছিলাম এ জীবনভর
মধ্যাহ্নে এসে দেখি;
হিসেবের ঘর দখলে নিয়েছে আমার;
সুকঠিণ এক গহীনের চর
ভেবেছি
এবার ফোটাবো মনে তালাকের ফুল


শুদ্ধতার কলেমা আবৃত্তি করেকরে
পরিশুদ্ধ হয়েছি বারবার
এবার নাহয় জীবনের সরালাংকে!
হোক জটিল এক ভুল
তবুও মনের কাছে
জীবনের আনাচে কানাচে বাজাতে চাই
একটি নির্ভুল শেকল ভাঙার গান


নিছক অভিমানে নয় বরং মনেপ্রাণে
ছক কষেছি এবার
বিদায় বারতার লিফলেটে লিফলেটে
ছড়াবো নগর তল্লাট বন্দর


যতটুকুই ছিলাম শরীরে মনে
আমাদের ঐসব প্রণয়ের কসম করে বলি
ততটুকুই আমি ছিলাম যে তোমার


বৈরাগ্যে বিশ্বাসী ছিলাম না কোনো কালে
হৃদয়ের কোণেকোণে আবাদ হোক ভয়াল নিঃসঙ্গতার
তবুও
পৃথিবীর বুকে হাত রেখে; হলফ করেই বলি
তোমার মায়া ছাড়তে পারলে ;
ভুলেও কোনো লতায় নিজেকে জড়াবো না আর