গর্ব কিংবা অহঙ্কার নয়; বরং সত্য হলো
জীবনের কাছে হেরে গেলেও
বাংলার চুতিয়া রাজনীতিকদের চেয়ে
সদা আমার শির কয়েকশত গজ উঁচুতে!


উচিৎ কথা বলতে কুণ্ঠা বোধ করিনি কখনও
একই কথা বলতে চাই দ্যর্থহীনভাবে; এখনও
একাত্তুরে সাতসাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা; লাশ হয়ে গেছে সেই পঁচাত্তরে!


শিরাজের মত শেখ মুজিবও শত্রু চিনতে
করেছিলেন মহা ভুল
আজ সে ভুলের মাসুল গুনতে হোচ্ছে আমাদেরকে!


স্বাধীনতার লাশটিকে মমি বানিয়ে এতদিন
অন্তত স্বাধীনতার মেকি সুখ হোলেও অনুভব করে আসছিলাম কোনোমতে!


কিন্তু, সম্প্রতি ক্ষমতার লোভে উন্মাদ কিছু বৃহন্নলা জাতীয় রাজনীতিক;
স্বাধীনতার কঙ্কালটিকেও বিকিয়ে দিয়েছে--
হিন্দুস্তানের মরা বানরের সাথে মাত্র এক পিস সেল্ফির দরে!


আজ মুজিব জিয়া তো অনন্ত ঘুমায় কবরে
একাত্তুরে সাতকোটি ; এখনতো
কিছু সরীসৃপ রাজনীতিক ব্যাতিত ;
ষোলোকোটি বাঙ্গালীর সবাই দ্রোহের বাষ্পে পুড়ছে অবিরত-----
এখন শুধু একটি সাত আট কী নয়!
মার্চ এপ্রিল কী মে! যাই হউক না কেন!
কিন্তু নির্ঘাত আরেকটি স্বাধীনতার ঘোষণা দরকার এই জনপদে!


কেউ কষ্ট করে লিখে দিবেন কি সেই ঘোষণা?
কেউ সাহস নিয়ে উঠে যাবেন কি জনতার মঞ্চে!
শেখ মুজিবের মতো বজ্রকণ্ঠে উচ্চারিবেন কি?


#ত্রিশ_লক্ষ_শহিদের গোরস্থানের মাটির কসম!
#শেখ_মুজিবের রক্তের কসম!
#শহিদ_জিয়ার ঘামের কসম!


একাত্তুরে স্বাধীন হয়েছিলাম নাপাক পাকিদের কাছ থেকে
ত্রিশ লক্ষ নয়; তিন কোটি শহিদের রক্তের
বিনিময়ে হোলেও দুহাজার আঠারো সনে এসে
হিন্দুস্থান আর তাদের পা চাটা গোলামদের
কবল থেকে দেশটাকে স্বাধীন করে
ছাড়বো ইনশা আল্লাহ।