আমার কাছে স্বাধীনতার মানে হলো;
সতেরোশো সাতান্ন সালে
পলাশীর আম্রকাননে যে সূর্য অস্তমিত
হয়েছিলো ;
উনিশশো একাত্তুরে তার সকিরণ অভ্যুদয়।


স্বাধীনতার আর মানে হলো;
একটি মহাকাব্যিক ভাষণ
একটি তেজোদীপ্ত ঘোষণা
লাখো প্রাণের আত্ম বলিদান
মাথা উঁচু একটি জাতি হিমালয়ের সমান


স্বাধীনতার আরও মানে হলো;
একটি পতাকা একটি ভূখণ্ড
একটি সীমানাঘেরা স্বতন্ত্র নতুন পরিচয়।


ষড়যন্ত্রীর করাল গ্রাস
হায়েনা শকুনের থাবায়-
আবার ক্ষতবিক্ষত মাতৃকার জমিন!
বীর শহীদদের রক্তের ওমে বেড়ে ওঠা;
শাসক নামের দালাল শ্রেণির-
আত্ম বিক্রয়ের মহোৎসব!


অমানিশা মেঘে ঢেকে যায় একসাগর
রক্তেরাঙা সূর্যটা
এখন----
আমার কাছে স্বাধীনতার মানে
প্রভূ পরিবর্তন ছাড়া আর কিছুই নয়।