শিকওয়া- (অভিযোগ) জওয়াবে শিকওয়া (অভিযোগের উত্তর)
   --------------আজগর আলী
প্রকাশকাল ০৯-০৯-২০১৭ইংরেজী


ওরা অচ্ছুত!মানব সম্প্রদায় থেকে বিচ্যুত,
অবহেলিত একটি জাত!
জাত পাতের ভালাই নেই
ওদের তরে স্রষ্টার চির অভিসম্পাত!
ওদের ডাক স্রষ্টার কর্ণকুহরে-
পৌঁছায় না পৌঁছায় না ওদের ইবাদত।


তাই আরাকানে আজ স্রষ্টা নির্বিকার, নির্লিপ্ত
বরং স্রষ্টা আজ অধীর আগ্রহে
সাধু সাধ্বীদের প্রসংশা শুনছেন সৌদি আরবে!
গুনছেন তার প্রিয় বান্দাদের নেকির পসরা
হাজরে আসওয়াদ দিয়ে শুষে নিচ্ছেন
ভাবি জান্নাতিদের পাপের বহর-
ওদের অন্তরে বইয়ে দিচ্ছেন
প্রশান্তির ফল্গুধারা জান্নাতি নহর---
লাব্বায়িক লাব্বায়িক রবে হাজিরা নিচ্ছেন ভক্ত আশেকানদের---
কাল আবার স্রষ্টা ব্যস্ত র'বেন দক্ষিণ এশিয়ায়
পাকিস্তান,মালদ্বীপ,ভারত কিংবা বাংলায়।
উন্মূখ হয়ে দেখবেন কত পশু উৎসর্গ হয়েছে তার তরে
কত লক্ষ টন মাংস তার বান্দারা ডিফ ফ্রিজে ভরে---
ঐ অচ্ছুত, বিচ্যুত, অভিশপ্ত আরাকানিদের দিকে তাকানোর স্রষ্টার সময় কই!!!
আমি কই মানিক বন্দ্যোপাধ্যায়, শখ করে বলে নাই
"ইশ্বর থাকেন ঐ গ্রামে,ভদ্র পল্লীতে। এখানে তাহাকে খুঁজে পাওয়া যায় না"


জওয়াবে শিকওয়া (অভিযোগের উত্তর)
------------আজগর আলী


আমিই যদি সব করে দেই
ধূলির ধরায় কাজ কি তোর!
বন্ধ করিস দরজা ওরে নয়
কি ওরা ভাই কি তোর?
মরছে ওরা অকাতরে আমার
বিধান নাই কি আর?
লড়াই করে জীবন দিলে
অনন্ত প্রাণ পাইবে ফের----
ওরা হলো সৃষ্টি আমার দরদ
কি আর বেশি তোর?

সন্দেহ প্রাণ বেজায় খারাপ
নাপায় বেহেস্ত না পায় গোর,
শেষ লড়াইটা করলে তোরা
আঁধার কেটে আসবে ভোর।


তোদের কাছে পাঠাইনি কী
ওমর খালিদ হামজা বীর?
ভুলে গেলি কাশিম তারিক
সালাদিনের শমশির!
সইছিস কেন জাহান্নামের অনল তবে,
হয়ে ওরে নত শির???


হুক্কা হুয়া হাঁক ডাকিস তুই
ভুলে গিয়ে তাকবীর
নিজেই নিজের ভায়ের পায়ে
পড়াস ওরে জিঞ্জির!!!


ভাই মরে তোর ঘরে যখন কাজ
কি দেবে হজ্জ কি তোর?
দিলে'ই যদি ময়লা থাকে  
কি করে ঐ কালো পাথর??


কুরবানির ঐ গোস্ত কি আর
মজা করে আমি খাই!
ভুলের ঘোরে অন্ধ ওরে
সেওতো তোদেরই ভাই।
আকাশ পাতাল অন্তরীক্ষ
তোদের অন্তর তোদের বক্ষ
সবই আমি দেখতে পাই।