(১) শুধুই তাঁদের জন্য
--আজগর আলী
রচনাকাল ১৫-০২-২০১৮খ্রিঃ


কবি
প্রেম বিরহ দ্রোহের কবিতাতো
লিখেছো কতোবার কত শত
একটা কবিতা লিখোতো
শুধুই তাঁদের জন্য
অট্টালিকা প্রাসাদ নয়;
মাথার উপর এক টুকরো ছাদ পেলেই হয় যাঁরা ধন্য


কবি
প্রিয়ার কালো চোখ সনুমনীয় চিবুক
নিয়ে কবিতাতো লিখেছো কতোবার কত শত
একটা কবিতা লিখোতো
শুধুই তাঁদের জন্য
ইরানি বিরানি কালিয়া কোপ্তা নয়
দিনে দুবেলা দুমুঠো অন্ন পেলেই হয় যাঁরা ধন্য!


কবি
পাহাড় ঝর্ণা প্রকৃতির রূপ নিয়ে
কবিতাতো লিখেছো কতোবার কত শত
একটা কবিতা লিখোতো
শুধুই তাঁদের জন্য
দার্জিলিং কাশ্মির শিলং নয়; যাঁরা
রাতজাগা পাখিদের সাথেই; পার্কের চেয়ারে শুয়ে রাত কাটায় অনন্য!


কবি
নজরুল রবি জীবনানন্দ নিয়ে
কবিতাতো লিখেছো কতোবার কত শত
একটা কবিতা লিখোতো
শুধুই তাঁদের জন্য
যাদের সুরে বেসুরে রচিত কবিতা গানে
জীবনের পথে উপেক্ষিত জীবনগুলোও হয় গন্য।


কবি
দোয়েল কোকিল ডাহুকির গান নিয়ে
কবিতাতো লিখেছো কতোবার কত শত
একটা কবিতা লিখোতো
শুধুই তাঁদের জন্য
যাঁরা সিটিকর্পোরেশনের বাগাড়ে
কাকের সাথে প্রতিযোগিতা করে; একটু উচ্ছিষ্টের জন্য


( ২) হে চিরশিশু
----আজগর আলী


হে চিরশিশু আজ এ বসন্তের বাতাবরণে;
বাচ্ছাদের প্রশ্নপত্রের মত
তোমার হৃদয়খানাও যেন ফাঁস হয়ে গেছে


প্রেম ভালোবাসা উদারতা
মনুষ্যত্বের ব্যারোমিটারে মেপেমেপে
তোমার হৃদয়ের গভীরতাও আজ দেখা যাচ্ছে


জীবনগুলোকে কতটা ভালোবাসো
কতটা স্নেহময় থাকে তোমার চারপাশও
কতটা আসকারায় রাখো
তোমার অনুজ শিষ্য সকলে
আজ অনর্গল বলে দিচ্ছে সব
তোমার মুখশ্রি অবয়ব


কতটা ভালোবাসতে এসেছো এ ধরণীর বুকে
কোন সুখে বাঁচো তুমি; আবার মরো কোন অসুখে
তোমার ফাঁস হয়ে যাওয়া হৃদয়ের এক্সরে
প্রতিবেদনে সবই সবিশেষ লেখা আছে!


(৩) বসন্ত বিলাস
-----আজগর আলী
রচনাকাল ১৫-০২-২০১৮খ্রিঃ


আমিতো বারোটি মাস;
বসন্ত বিছিয়ে রাখি হৃদয়ের রাজপথে,
তুমি আসবে বলেও আসনা আর;
আমি দিন-রাত কাটাই ব্যর্থ মনোরথে।


হৃদয়ের অলিন্দ নিলয়ে সাজাই ;
পত্রপল্লব শোভিত পুষ্পিত বাসর,
তোমার পদধ্বনিও শোনা যায় না আর
দীর্ঘতর হয় শুধু প্রতীক্ষার প্রহর।


কোকিল ডাকে দোয়েল গায় ;
সুরের মূর্ছনা তুলে হৃদয়ের কানাগলি,
তুমি আসনা তাই বসন্ত বিলাস আমার
বিষাদের সাথে করে গলাগলি।


শারীরিক বসন্ত এসে;
আমার দুয়ারে আজ কড়া নাড়ে
আমি আকণ্ঠ বসন্তের জ্বালায় মরি 
বলো আজ এ বসন্ত কী করে যে ধরি  ।