ক্ষুধার তাড়নায় পৃথিবীর সব রঙরস;
আমার কাছে মনে হয় কেবল ভাঙাকলস,
ছুঁয়ে ছুঁয়ে পড়ে যেন নিরলস;
অজানা কোনো বিজনের দেশ!


কেটে যায় কত কাল-যুগ কত অব্দ মাস!
সময়ের রোষানলে ফুরায় না কেবল একটি দিবস।


আশাগুলো  উড়ে যায়;নিরাশার দেশে,
আজদাহা ছুটে আসে; উপাদেয় খাওয়ারের বেশে।


পাঁজরভাঙা শরীর আমার ;খেতে চায় হায়েনা বেবুনে,
মাংসাশী শকুনের দল ; মিছিল করে আমার উঠানে।