সোনার দিনার (১)
---আজগর আলী
রচনাকাল ৫/০১/২০১৮খ্রিঃ


বিরহে কাটে না রাত প্রাণের পানৌখি
কতটা ছিলাম তোমার তুমি জানো কি
সোনার দিনারে প্রেম যায় কি কেনা
কী করে মেটানো যায় প্রেমের দেনা
এতটা বিবাগী করে গেলে আমাকে
হৃদয় সঁপেছিলাম কী ভুল তোমাকে
কী করে যায়গো বলো প্রেমকে চেনা
প্রেমের সূত্র কারো আছে কি জানা


যেমন উকিল তাহার তেমন মুহুরি
নিরেট সোনা চেনো যেন পাক্কা জহুরি
আমার মনটা চেনার ছিল নাতো দায়
তোমার বিরহে আমি যে চির নিরুপায়


প্রিয়া এখনো সময় আছে  ফিরে আসার
প্রতীক্ষায় থাকবো তোমার হয়ে যে অপার



জন্মদিন!
---আজগর আলী
রচনাকাল ৫/০১/২০১৮ খ্রিঃ


কানফাটা আতশবাজিতে শিশুদের
কাঁচাঘুম ভেঙে গেছে,
মায়েদের ঘুমপাড়ানি গানও দিচ্ছে না কোনো কাজ,
সন্ধ্যার আকাশে বর্ণিল ফানুস উড়ছে আজ।


কতেকগুলো মানুষ ! সোল্লাসে ছুটোছুটি করছে
এদিকেসেদিকে
নগরীর বাঁকেবাঁকে স্তুতিকারের দল জয়োধ্বনি দিচ্ছে ঝাঁকেঝাঁকে


ভাবছো এই জনপদে কী নেমে এলো আবার আরেকটি সাতই মার্চ!
স্বাধীনতা আর অবাধ গণতন্ত্রের সুখে কেঁপেকেঁপে উঠছে কী অবোধ শহর!


আসলে তো আজ স্বৈরাচার আর গণতন্ত্রীদের- যৌথমিলনে আত্মপ্রকাশিত হাইব্রিড গণতন্ত্র!
আর, একশত চুয়ান্নটা জারজের জন্মদিন।