সোনার দিনার ( ২)
-----আজগর আলী
রচনাকাল ০৫-০১-২০১৮খ্রিঃ


সোনার দিনার নেই আছে তামার শরীর
আলখাল্লা জড়ায়েছি নেই কাপড় জরির
বুকভরা প্রেম আছে আমি নই তবু শ্যাম
দেবার মতো পরিচয় নেই, নেই নামধাম
সুখের সংজ্ঞা যদি শুধু ভালোবাসা হয়
আমার ভাঙাঘরতো শুধু ভালোবাসাময়  
ভালোবেসে যদি তুমি ঠাঁই দাও ঐ বুকে
কথা দিতে পারি আমরণ রাখবো সুখে


এ আমার কল্পনাবিলাস সত্যি হবার নয়
আজ ভালোবাসতেও আমার শুধু হয় ভয়
তাই কবিতায় ই বলে যাই বাস্তব বহুদূরে
ভালোবাসার ই গান গাই সুরে ও বেসুরে


ভালোবাসার বলো আছে কোনো দাম
ভালো না বেসেও মিছে দাও তারই নাম!