মাঝেমাঝে বোবাস্মৃতিগুলো চিৎকার করে উঠে গায়েবি শক্তিবলে
সীসাঢালা মুখছিদ্র খুলে ঝরতে থাকে বৃষ্টিফোঁটার মত  থমকে থমকে হৃদয়ের চালায়,
নিদারুণ অতীতমুখীতায় আমি শিহরিত হই
খড়ের গাদার মত স্তুপীকৃত সময়ের দেয়াল ভেদ করে হৃৎপিণ্ডের কার্নিশ বেয়ে ভেসে আসে স্মৃতির জোয়ার,
মাঝরাতে হঠাৎ জেগে ওঠা স্বপ্নের চরে স্মৃতিরা যেন পাখনা মেলে গাঙচিল মুক্ত বলাকার মত
বাঁধহীন উড়াউড়িতে স্বপ্নের আকাশে স্মৃতিগুলো কথার মালা বুনে বিনেসূতোয়


নির্জন দুপুরে মেঠোপথে তালেরবৃক্ষতলে হেঁটে যাওয়ার কথা,
গা ছমছম ভয়ের ভয়ে কোনো কোণাকুণি পথ বেচে নেওয়ার কথা,
তৃষ্ণাকাতরতায় মাঝির দীঘির শানবাঁধানোঘাট,
স্ফটিক জলে পাতিহাঁসেদের মিছিল,
কিম্বা গ্রাম্য বালিকার কাগজের নৌকা
এক আজলা,দুই আজলা জলে তৃষ্ণা মেটানো,আবার পথচলা
পারুল বুবুর শ্বশুড় বাড়ি এক পানা আধপাকা কলা এক জগ খাঁটি গরুর দুধ কিংবা গরুর খাঁটি দুধ!
কুপিজ্বালা অকৃত্রিম সন্ধ্যা,ফুরিয়ে যাওয়া কেরোসিন তেলের বোতল তিনক্রোশ দূরের কোতোয়ালের হাট
জোনাকিদের শান্তিপূর্ণ মিছিলে হুতুমপেঁচাদের হানা
ভুত প্রেতের ভয়ে তিন-ক্বুল কিম্বা আয়াতআলকুরসির ভুলভাল আবৃতি
ভেলুয়া সুন্দরী,গাজিকালুর পুঁথি,
আদিরাক্ষস, দক্ষিণারায় আরও নাম না জানা রাক্ষস খোক্ষসের ভয়ের স্মৃতি স্বপ্নের বুকে আঘাত হানে নিরুপায় কাঠুরিয়ার মত
ঝিনুকের মত স্মৃতির আঘাতগুলো সয়ে
যায় স্বপ্নেরা শুধু অজানা আশায়


রাজকণ্যার স্বপ্নপুরন, পাতালপুরী, দৈত্যরাজের প্রাণভ্রোমরা,জলপরীদের স্মৃতিকথায় স্বপ্নরা কেমন বিভোর হয়ে থাকে
দিগন্তজোড়া সরিষার ক্ষেত, খেসারি কালাইয়ের বন
রঙিন প্রজাপতি মৌমাছি কালো ভ্রমর এসে  স্মৃতির উঠোনে বারেবারে স্বপ্নকে টানে


ফাটাফুটবল,পোলাপানের দল, জলভরা মাঠে স্বপ্নস্মৃতির জলকেলি খেলা
কোলাব্যাঙের গোঙানি, কলা-কাঠের ভেলায় স্মৃতিদের পথচলা
ক্রমেক্রমে স্বপ্ন স্মৃতির সখ্যতা বাড়ে
নিঃশর্ত প্রেমের প্রস্তাবে স্বপ্নেরা আগলে দাড়ায় স্মৃতিদের পথ
অবিন্যস্ত কেশ, উজ্বল চোখের ভ্রুযুগলে
যেন কামের কাজলমাখা
আলুথালু মুখয়বয়বে অশীরিরি স্মৃতি যেন কী আবেদন রাখে
একসময় স্মৃতিগুলো আপোষে ঢলে পড়ে স্বপ্নের  কোলে
স্মৃতির স্পর্শে হঠাৎ স্বপ্নগুলোও জেগে উঠে
আদিম উচ্ছ্বাসে
কামাতুর স্বপ্নেরা স্মৃতির ওষ্ঠাধর চুষে নেয়
কোমল কামাবেশে
স্বপ্ন আর স্মৃতিরা  মধুর আলিঙ্গনে জড়ায়ে
গড়ে তুলে বর্ণিল বাসর
এইসব এলোমেলো স্মৃতি অগোছালো স্বপ্নের ঘোর তো কেটে যাবে সহসা
আদিম সুখানুভবে মত্ত স্বপ্ন আর স্মৃতির
সহবাসে শুধুই জন্ম নেবে আরেকটি দুঃখ।